বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন দুইশত টাকার নোটের নকশা উন্মোচন করেছে। এ নোটে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) লোগো সম্বলিত গ্রাফিতি। এই গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে এঁকেছিলেন যবিপ্রবির শিক্ষার্থীরা।

রবিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.

আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। নতুন ২০০ টাকার নোটে যবিপ্রবির লোগো সম্বলিত এই গ্রাফিতি যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গর্বিত ও আনন্দিত।

গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া যবিপ্রবির খুলনা জেলা সমিতির সভাপতি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন, “দুইটা ছোট ভাই খুব আগ্রহ নিয়ে একদম জেঁকে বসে। তারা বলে, ‘ভাই, চলেন কিছু একটা করা লাগবে; চলেন।’ পরে ওইদিনই আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরো ওদের নিয়ে বের হয়ে সবকিছু ঠিকঠাক করি। পরেরদিন অঙ্কন শুরু করা হয় এবং সঙ্গে পালন করা হয় ট্রাফিকের দায়িত্বও। তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিল না। আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে।”

আরো পড়ুন:

রাবির ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ

ঈদে বেরোবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা থাকবে হল

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, “গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল।”

তিনি বলেন, “আজ যখন নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে—এটা শুধু খুলনাস্থ যবিপ্রবিয়ান নয়, বরং যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীর জন্য এক গর্বের মুহূর্ত।”

“স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের সংকটময় সময়ে খুলনায় আমরা যবিপ্রবিয়ানরা সিদ্ধান্ত নেই, ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি একটি বার্তাবাহী গ্রাফিতি তৈরি করবো। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুইদিন ধরে আমরা এই কাজটি করি। তখন ভাবতেও পারিনি, এমন একটি পর্যায়ে এটি পৌঁছাবে,” যুক্ত করেন সোহান।

যবিপ্রবি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, “আমরা খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছিলাম। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন ২০০ টাকার নোটে স্থান পেয়েছে যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ