নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে রাজবাড়ী সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করে ‘বই পড়া প্রতিযোগিতা ২০২৫’। ‘জ্ঞানালোকে প্রদীপ্ত হোক প্রজন্মের মেধা’ প্রতিপাদ্যে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সহযোগিতায় ২৪ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। কর্মসূচির বিস্তারিত নিয়ে…
বিজ্ঞানমনস্ক, যুক্তিনির্ভর, আলোকিত প্রজন্ম গড়তে বইয়ের কোনো বিকল্প নেই। এ কথাই ধ্বনিত হলো শিক্ষার্থী, শিক্ষক, অতিথিদের কণ্ঠে। ‘জ্ঞানালোকে প্রদীপ্ত হোক প্রজন্মের মেধা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইবিমুখতা থেকে ফিরিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে এবং রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সহযোগিতায় গত ২৪ মে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বইয়ের পাতায় জীবন’ শিরোনামে বই পড়া প্রতিযোগিতা হয়।
আনন্দমুখর সকাল
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মধ্য
দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাজবাড়ী সুহৃদ সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অংশ নেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সুহৃদ উপদেষ্টা
সহকারী অধ্যাপক আহসান হাবীব প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন সমকালের জেলা
প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। সঞ্চালনা
করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক রবিউল রবি। বক্তারা বলেন, নিঃসন্দেহে সৃজনশীল এমন আয়োজন
প্রশংসার দাবি রাখে।
শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থী পূজা দাস, সাহিত্য পোদ্দার, আয়শা সিদ্দিকা, আরএসকে গ্রেস স্তুতি হালদার, হাসিবুল হাসান সূর্য। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যুক্ত হন আয়োজনে। শিক্ষক গোলাম সারওয়ার, চায়না রানী সাহা, ওলিউল আজম তৈমুর, তপন কুমার পাল, শাহেদ আলী প্রমুখ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও বই পড়ার প্রয়োজনীতা নিয়ে আলোচনা করেন। পর্বটি সঞ্চালনা করেন সুহৃদ উপদেষ্টা ও প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন ও অংকুর স্কুল অ্যান্ড কলেজের বিজয়ী শতাধিক শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রমথ চৌধুরীর বই পড়া, ডা.
সমাপনী ও পুরস্কার বিতরণ
এ পর্বের প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। বিশেষ অতিথি ছিলেন সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিযোগিতা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রব সুমন। সভাপতিত্ব করেন সুহৃদ সভাপতি কমল কান্তি সরকার।
উছেন মে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা। যারা পুরস্কার পায়নি তারা মন খারাপ করবে না। রাজবাড়ী জেলায় এ রকম একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নিঃসন্দেহে এমন প্রতিযোগিতা মেধা ও মননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃষ্টিশীল কর্মকাণ্ডে মনোনিবেশ জরুরি।
সাইফুর রহমান তপন বলেন, শিক্ষার্থীরা এত স্বাচ্ছন্দ্যের সঙ্গে বক্তব্য উপস্থাপন করেছে, তা সত্যিই অবাক করার মতো। শিক্ষকরা খুবই ইতিবাচক। সমকাল সৃজনশীল আয়োজনের মধ্য দিয়ে মানুষকে নানাভাবে উদ্বুদ্ধ করছে। যত সংকটই থাকুক সমকাল কাজগুলো করে যাবে।
নজরুল ইসলাম বলেন, ‘মানুষের কোনো উপকার না এলে সেই শিক্ষা কোনো কাজে লাগে না। শিক্ষাকে এমন পর্যায়ে দেখতে চাই, যে শিক্ষা দিয়ে সমাজকে বিনির্মাণ করা যায়। তাদের চিন্তা-চেতনা হবে জ্ঞাননির্ভর, যুক্তিনির্ভর। যুক্তিহীন জাতি এ সমাজকে কখনও সামনের দিকে এগিয়ে নিতে পারবে না।’
প্রতিযোগিতায় প্রথম হয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান সীমান্ত, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে তাবসসুম লিজা এবং পূজা দাস। বিশেষ পুরস্কার দেওয়া হয় আটজনকে। অংশগ্রহণকারী সবাইকে উপহার হিসেবে দেওয়া হয় বই।
পরীক্ষা পর্যবেক্ষণ, খাতা মূল্যায়নসহ যাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয় তারা হলেন– আহসান হাবীব, শাহ রশীদ আল কামাল, অপূর্ব দাস, সেলিনা বিলকিস, রাকিব হোসেন মামুন, লতিফুর রহমান, সৌরভ বিশ্বাস, সোহেল মিয়া, ইভা, স্মৃতি, সানজিদা, অন্তি, রিয়া, মানিক, সাইমুম, সোহাগ, অর্ণব, মামুন, টুশি প্রমুখ
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ প রজন ম র র রহম ন এক ড ম অন ষ ঠ সমক ল সরক র
এছাড়াও পড়ুন:
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ২৮০ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।
২. রেগুলেটিং
পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।
৩. রাইটার
পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৪. স্টোর
পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৫. মিউজিশিয়ান
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনবিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত১৬ সেপ্টেম্বর ২০২৫৬. মেডিকেল
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৭. কুক
পদসংখ্যা: ২৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)
৮. স্টুয়ার্ড
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৯. টোপাস
পদসংখ্যা: ১৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫১০. এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)
বেতন ও ভাতা
সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।
বয়সসীমা১ জানুয়ারি ২০২৬ তারিখে—
১. নাবিক: ১৭ থেকে ২০ বছর।
২. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।
আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন১৫ সেপ্টেম্বর ২০২৫অন্যান্য শর্ত (সব পদের জন্য)১. সাঁতার জানা অত্যাবশ্যক।
২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।
৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।
আবেদনের নিয়ম
www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।
আবেদনের শেষ সময়
৫ অক্টোবর ২০২৫।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৫ সেপ্টেম্বর ২০২৫