ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দিয়ে প্রতারণা, অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন ৮ লাখ টাকা
Published: 4th, June 2025 GMT
ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দিয়ে ফোন করে ওটিপি নিয়ে একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা সরিয়ে নেয় একটি অপরাধী চক্র। এ ঘটনায় রুহুল আমিন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, ফরিদপুরের চরভদ্রাসনের বাসিন্দা রুহুল আমিন একটি প্রতারক চক্র চালান। এই চক্রের সদস্যরা এভাবে প্রতারণা করে মানুষের অর্থ হাতিয়ে নেন।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ মামলাটির তদন্ত করছে বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার ভুক্তভোগী একজন ব্যবসায়ী। ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় তাঁর একটি ব্যাংক হিসাব রয়েছে। গত ২৪ মার্চ বিকেলে প্রতারক চক্রের এক সদস্য তাঁর (বাদী) মোবাইলে কল দিয়ে নিজেকে ওই ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দেন। এ সময় তাঁর ব্যাংক হিসাবে কিছু টাকা জমা হবে জানিয়ে মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিতে বলেন। ওই ব্যবসায়ী সরল বিশ্বাসে প্রতারক চক্রকে ওটিপি দিয়ে দেন। পরে ওই ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপের লেনদেনে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী রমনা মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হলে সংস্থাটির ঢাকা মেট্রো দক্ষিণ তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত রুহুল আমিনকে (৪২) শনাক্ত করে। পরে ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় আজ সকাল ৯টার দিকে ফরিদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রুহুল আমিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। পাশাপাশি প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র হ ল আম ন তদন ত স আইড
এছাড়াও পড়ুন:
সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত
দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।
সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।
নির্বাচিতরা আগামী ২ বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।
ঢাকা/এনটি/মেহেদী