পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ট্রেন, বাস, নৌযান- যে যেভাবে পারছেন ছুটছেন প্রিয়জনের টানে।

বুধবার (৪ জুন) রাজধানীর ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে স্বস্তির এই যাত্রাপথে বড় এক যন্ত্রণার নাম বাড়তি ভাড়া।

ঈদ উপলক্ষে আগামীকাল ৫ জুন থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। বুধবার শেষ কর্মদিবস হওয়ায় এদিন বেলা ১১টা থেকে রাজধানীর বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ বাড়ে। তবে এই চাপের ফাঁকে অনেক পরিবহন কর্তৃপক্ষ আদায় করছে অতিরিক্ত ভাড়া, যা মধ্য ও নিম্নবিত্ত যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

আরো পড়ুন:

অলিগলিতে উঠেছে কোরবানির পশু, খামারে বিক্রি কেজি দরে

জমে উঠেছে রাজধানীর পশুর হাট: ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি

গুলিস্তান-কেরানীগঞ্জ রুটের লেগুনা চালান মো.

জানে আলম জনি। তিনি বরগুনা যাচ্ছেন আনন্দ লোকাল পরিবহনে।

জানে আলম বলছেন, “সারা বছর ৫০০ টাকা ভাড়া দিয়ে যাওয়া যায়। এখন ৮০০ টাকা চাচ্ছে। আমরা যারা নিম্নআয়ের মানুষ, ভালো পরিবহন ধরতে পারি না। লোকাল ধরেই যেতে হয়। এখন এই বাসগুলোও ভালো পরিবহনের মতো ভাড়া চায়। আমরা কীভাবে পরিবার নিয়ে বাড়ি যাবো? সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে মুক্তি চাই।”

ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছেন কামাল আহমেদ। তার ভাষায়, লোকাল বাসে ভাড়া ২৫০ টাকা ছিল, এখন চাচ্ছে ৫০০ টাকা। গরিবের তো আর ঈদ থাকে না। শুধু সিন্ডিকেটের ঈদ হয়। সরকারের কাছে অনুরোধ, এসব ভাড়া-সিন্ডিকেট ভেঙে দিন।

মীর সাব্বির নামে আরেক যাত্রী জানালেন, “আমি ফরিদপুর যাবো। আগে ৩০০ টাকা দিতাম, এখন চাচ্ছে ৫০০ টাকা। জ্বালানির দাম কমলেও ভাড়া কমে না, বরং বাড়ে। সাধারণ মানুষের কষ্ট কেউ বোঝে না।”

তবে চালক-হেলপাররা দিচ্ছেন ভিন্ন যুক্তি। আনন্দ লোকাল পরিবহনের চালক বশির হোসেন বলেন, “আমরা সিন্ডিকেটে না। যাত্রী নিচ্ছি, কিন্তু ফেরার পথে খালি আসতে হয়। তাই কিছুটা বেশি ভাড়া নিতে হয়। তবে আমরা জোর করে নিচ্ছি না, যাত্রীরাও খুশি হয়ে বেশি দেন।”

আন্তঃনগর পরিবহনে কিছুটা স্বস্তি রয়েছে। আগেই টিকিট কেটে রাখা যাত্রীরা নির্ধারিত ভাড়ায়ই চলাচল করছেন। ইমাদ পরিবহনের চালক আহমেদ বলেন, “আমরা অতিরিক্ত যাত্রী নেই না, ভাড়াও বাড়াই না। ঈদের দিন পর্যন্ত নিরাপদে চলবে যাত্রা।”

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সরকারি ছুটি শুরু ৫ জুন থেকে, চলবে ১৪ জুন পর্যন্ত। এই টানা ১০ দিনের ছুটিতে প্রায় কোটি মানুষ গ্রামের পথে ছুটবে। কিন্তু সেই যাত্রায় যদি থেকেই যায় এমন ভাড়া বৈষম্য ও সিন্ডিকেটের দৌরাত্ম্য, তবে ঈদের আনন্দ অনেকের জন্যই ফিকে হয়ে যাবে।

ঢাকা/এএএম/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর বহন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ