সারা বছরজুড়েই মুক্তি পেয়ে থাকে ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা। বিশেষ করে বলিউড ও দক্ষিণী সিনেমার জন্য অপেক্ষায় থাকেন দর্শকরা। জুন মাসে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউডের বেশ কটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে আলোচিত কয়েকটি সিনেমা নিয়ে এই প্রতিবেদন—
   
হরি হারা বীরা মালু
ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। তাকে নিয়ে পরিচালক কৃষ নির্মাণ করেছেন ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। বেশ আগে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু তা হয়নি। সব জটিলতা কাটিয়ে আগামী ১৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। বীরা মালুর জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মোগল সাম্রাজ্যের পটভূমিতে সাজানো হয়েছে সিনেমাটি কাহিনি। এতে পবনের বিপরীতে ২৮ বছর বয়সি অভিনেত্রী নিধি আগরওয়াল জুটি বেঁধে অভিনয় করেছেন। পবনের আলোচিত এ সিনেমার বাজেট ২০০ কোটি রুপি। 

কুবেরা
শেখর কামুলা নির্মিত তেলেগু সিনেমা ‘কুবেরা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন— নাগার্জুনা আক্কিনেনি, ধানুশ, রাশমিকা মান্দানা। সামাজিক গল্পের সিনেমাটি আগামী ২০ জুন বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৮০-১২০ কোটি রুপি।  

সিতারে জমিন পার
আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল নির্মিত হয়েছে। এর নাম রাখা হয়েছে— ‘সিতারে জমিন পার’। এর মাধ্যমে অভিনয়ে ফিরেছেন আমির। তার সহশিল্পী হিসেবে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন আমি। আগামী ২০ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন আর.

এস. প্রসন্ন।  

আরো পড়ুন:

বিয়ে করলেন হিনা খান, ক্যান্সারের সঙ্গে লড়াইটাও চলছে

‘লিচুর বাগান’ দেখে সাবিলাকে নিয়ে যা বললেন চয়নিকা চৌধুরী

জে. এস. কে.
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রবীণ নারায়ণন নির্মাণ করেছেন ‘জে. এস. কে.’ সিনেমা। জোনাকী নামে এক নারীকে নিয়ে গড়ে উঠেছে মালায়ালাম ভাষার এই সিনেমার কাহিনি। যে ন্যায়বিচারের জন্য লড়াই করে। জোনাকী চরিত্রে অভিনয় করেছেন অনুপমা পরমেশ্বর। এতে সুরেশ গোপী একজন আইনজীবীর চরিত্র রূপায়ন করেছেন। আদালতে বিচারকার্য শুরু হওয়ার পর সত্য সামনে আসতে থাকে। আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি।
 
কান্নাপ্পা
বিষ্ণু মঞ্চুকে নিয়ে মুকেশ কুমার সিং নির্মাণ করেছেন ‘কান্নাপ্পা’ সিনেমা। তেলেগু ভাষার এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মোহন বাবু, প্রভাসের মতো তারকারা। ভগবান শিবের কিংবদন্তি ভক্ত কান্নাপ্পার উপর ভিত্তি করে এগিয়েছে কাহিনি। বিগ-বাজেটের আধ্যাত্মিক ঘরানার সিনেমাটি ২৭ জুন মুক্তি পাবে। ভিএফএক্স, বৃহৎ পরিসরে সেট এবং পৌরাণিক থিমসহ নানা কারণে সিনেমাটি নিয়ে প্রত্যাশা অনেক। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ২০০ কোটি রুপি। 

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম, পিঙ্কভিলা

ঢাকা/শান্ত/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চর ত র পর চ ল আল চ ত

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ