এনসিপি নেতা ও ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকের হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করা হয়েছে। মুম্বাই পুলিশ সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, কানাডা তাঁদের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। তবে মুম্বাই পুলিশ নানা সূত্রে যোগাযোগ করে জানতে পেরেছে, জিশান আখতারকে কানাডায় আটক করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হতে অপেক্ষা করছেন তাঁরা।

মুম্বাই পুলিশের অপরাধ শাখা মামলার অভিযোগপত্রে জিশান আখতারকে এ মামলার অন্যতম পলাতক অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিল।

মুম্বাই পুলিশের তদন্ত অনুযায়ী, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বাবা সিদ্দিককে হত্যার পরিকল্পনা করেন এবং এ কাজের জন্য তিনি জিশান আখতার ও শুভম লোনকারকে ভাড়া করেছিলেন।

অবশ্য বাবা সিদ্দিক হত্যা মামলার অন্যান্য অভিযুক্ত, বিশেষ করে যাঁরা গুলি চালিয়েছিলেন, তাঁদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জিশান আখতার ও লোনকার পালিয়ে যেতে সক্ষম হন।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, জিশান আখতারের অবস্থান একসময় নেপালে শনাক্ত করা হয়েছিল। কিন্তু পরে তিনি সেখান থেকে নিখোঁজ হয়ে যান।

২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাই নগরের বান্দ্রায় তাঁর ছেলে ও বিধানসভার সাবেক সদস্য জিশান সিদ্দিকের অফিসের সামনে বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। সেই সময় দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও মূল শুটার পালিয়ে যান বলে পুলিশ জানায়। পরে মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এখন পর্যন্ত এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর জ শ ন আখত র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ