মুম্বাইয়ে বাবা সিদ্দিক হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিশান কানাডায় আটক: মুম্বাই পুলিশ
Published: 11th, June 2025 GMT
এনসিপি নেতা ও ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকের হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করা হয়েছে। মুম্বাই পুলিশ সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, কানাডা তাঁদের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। তবে মুম্বাই পুলিশ নানা সূত্রে যোগাযোগ করে জানতে পেরেছে, জিশান আখতারকে কানাডায় আটক করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হতে অপেক্ষা করছেন তাঁরা।
মুম্বাই পুলিশের অপরাধ শাখা মামলার অভিযোগপত্রে জিশান আখতারকে এ মামলার অন্যতম পলাতক অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিল।
মুম্বাই পুলিশের তদন্ত অনুযায়ী, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বাবা সিদ্দিককে হত্যার পরিকল্পনা করেন এবং এ কাজের জন্য তিনি জিশান আখতার ও শুভম লোনকারকে ভাড়া করেছিলেন।
অবশ্য বাবা সিদ্দিক হত্যা মামলার অন্যান্য অভিযুক্ত, বিশেষ করে যাঁরা গুলি চালিয়েছিলেন, তাঁদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জিশান আখতার ও লোনকার পালিয়ে যেতে সক্ষম হন।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, জিশান আখতারের অবস্থান একসময় নেপালে শনাক্ত করা হয়েছিল। কিন্তু পরে তিনি সেখান থেকে নিখোঁজ হয়ে যান।
২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাই নগরের বান্দ্রায় তাঁর ছেলে ও বিধানসভার সাবেক সদস্য জিশান সিদ্দিকের অফিসের সামনে বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। সেই সময় দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও মূল শুটার পালিয়ে যান বলে পুলিশ জানায়। পরে মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এখন পর্যন্ত এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর জ শ ন আখত র
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে