যশোরের চৌগাছায় ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মিজানুর রহমান (৫৫) নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) বিকেলে শিশুটিকে তুলে নিয়ে মিজানুর এ কাণ্ড ঘটায় বলে স্বজনদের অভিযোগ।
আটক মিজানুর রহমান একই এলাকার মৃত করিম বক্সের ছেলে।
শিশুটির মা ও স্বজনরা জানান, তার মেয়েটি বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময় শিশুটিকে একা পেয়ে মিজানুর জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্না করছিল। তার কাছ থেকে ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.
এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখান থেকে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ঢাকা/রিটন/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড