ঢাকাগামী দেড় শতাধিক যাত্রী ফেরত পেলেন ভাড়ার অতিরিক্ত টাকা
Published: 14th, June 2025 GMT
ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে এসে আবার ফিরে যাওয়ার সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে- এমন অভিযোগ পেয়ে জয়পুরহাটে বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে প্রায় দেড়’শতাধিক যাত্রীকে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। বিভিন্ন কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া প্রায় ৭০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।
জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে ঈদ পরবর্তী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জয়পুরহাট শহরের বিভিন্ন বাস কাউন্টারগুলোসহ জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পায় সেনাবাহিনী। তাৎক্ষণিক কাউন্টারগুলোতে গিয়ে পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। এর মধ্যে শ্যামলী পরিবহনের ৬ হাজার ৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজের ৮ হাজার ৫০০ টাকা, অরিন ট্রাভেলসের ১১ হাজার টাকা, পঞ্চগড় এক্সপ্রেসের ৬ হাজার টাকা, মুরাদ এন্টারপ্রাইজের ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেসে ২ হাজার টাকা এবং এসএ প্লাস নামক বাসের ৯ হাজার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়।
ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, ‘সাধারণ যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।' তিনি জানান, গত তিনদিনে জেলায় প্রায় ৫০০ যাত্রীর কাছ থেকে অতিরিক্ত নেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক উন ট র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ