ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে এসে আবার ফিরে যাওয়ার সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে- এমন অভিযোগ পেয়ে জয়পুরহাটে বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে প্রায় দেড়’শতাধিক যাত্রীকে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। বিভিন্ন কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া প্রায় ৭০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।

জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে ঈদ পরবর্তী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জয়পুরহাট শহরের বিভিন্ন বাস কাউন্টারগুলোসহ জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পায় সেনাবাহিনী। তাৎক্ষণিক কাউন্টারগুলোতে গিয়ে পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। এর মধ্যে শ্যামলী পরিবহনের ৬ হাজার ৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজের ৮ হাজার ৫০০ টাকা, অরিন ট্রাভেলসের ১১ হাজার টাকা, পঞ্চগড় এক্সপ্রেসের ৬ হাজার টাকা, মুরাদ এন্টারপ্রাইজের ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেসে ২ হাজার টাকা এবং এসএ প্লাস নামক বাসের ৯ হাজার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়।

ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, ‘সাধারণ যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।' তিনি জানান, গত তিনদিনে জেলায় প্রায় ৫০০ যাত্রীর কাছ থেকে অতিরিক্ত নেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক উন ট র

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।

এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।

যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।

আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগে

উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।

কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।

সম্পর্কিত নিবন্ধ