ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে এসে আবার ফিরে যাওয়ার সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে- এমন অভিযোগ পেয়ে জয়পুরহাটে বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে প্রায় দেড়’শতাধিক যাত্রীকে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। বিভিন্ন কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া প্রায় ৭০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।

জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে ঈদ পরবর্তী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জয়পুরহাট শহরের বিভিন্ন বাস কাউন্টারগুলোসহ জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পায় সেনাবাহিনী। তাৎক্ষণিক কাউন্টারগুলোতে গিয়ে পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। এর মধ্যে শ্যামলী পরিবহনের ৬ হাজার ৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজের ৮ হাজার ৫০০ টাকা, অরিন ট্রাভেলসের ১১ হাজার টাকা, পঞ্চগড় এক্সপ্রেসের ৬ হাজার টাকা, মুরাদ এন্টারপ্রাইজের ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেসে ২ হাজার টাকা এবং এসএ প্লাস নামক বাসের ৯ হাজার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়।

ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, ‘সাধারণ যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।' তিনি জানান, গত তিনদিনে জেলায় প্রায় ৫০০ যাত্রীর কাছ থেকে অতিরিক্ত নেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক উন ট র

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ