Risingbd:
2025-11-03@08:56:12 GMT

আজ বাবা দিবস

Published: 15th, June 2025 GMT

আজ বাবা দিবস

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিতে সন্তানেরা তাদের বাবাকে শ্রদ্ধায়, ভালোবাসায়, আবেগে আর স্মৃতিতে খুঁজে ফেরে। বাবাকে চমকে দিতে এদিন সন্তানেরা নানা রকম আয়োজনও করে থাকেন। অনেকের কাছে জীবনের প্রথম সুপারহিরো হলেন বাবা। কেউ কেউ বলেন বাবা হলো বটবৃক্ষ। কারও মতে, বাবার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই। তাদের কাছে বাবা মানে পরম শ্রদ্ধার মানুষ। বাবা মানে নির্ভরতার প্রতীক। তাই প্রতিদিনই বাবা দিবস। তবে বিশেষ একটি দিন যদি খানিকটা সময় আলাদা করে বাবাকে দেওয়া যায়, তাতে তো ক্ষতির কিছু নাই।

জুন মাসের তৃতীয় রোববার শতাধিক দেশে পালিত হয় বাবা দিবস। এই দিবসের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। দিনটির প্রচলন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চার্চের মাধ্যমে। ওয়াশিংটনের ভ্যাংকুভারে প্রথম বাবা দিবস পালন করা হয়। 

বাবা দিবসের প্রবক্তা সোনোরা স্মার্ট ডোড। ডোডের বয়স ১৬, তখন তার মা ষষ্ঠ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। ছয় ভাইবোনের মধ্যে সোনোরাই ছিলেন একমাত্র মেয়ে। পূর্ব ওয়াশিংটনের এক গ্রামের ফার্মে থেকে সোনোরা ডোডের বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট নবজাতকসহ পাঁচ সন্তান মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নেন।বাবা একই সঙ্গে বাবা ও মায়ের দায়িত্ব পালন করতে শুরু করেন। এই বাবাবে ডোডো দেখেন একজন সাহসী আর নিঃস্বার্থ মানুষ হিসেবে।

যে বাবা নিজের সন্তানদের জন্য নিজের সব শখ-আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন। সোনোরা স্মার্ট বিয়ে করেন জন ব্রোস ডোডকে। তাদের সন্তান জ্যাক ডোড জন্মের কিছুকাল পরে সোনোরার স্বামীও মারা যান। এ অবস্থায় বাবা আর মেয়ে মিলেই পুরো জীবন পার করে দেন তারা।

বাবার প্রতি সম্মান জানাতে বাবা দিবস ঘোষণার বিষয়টি সোনোরার চিন্তায় আসে ১৯০৯ সালে। মা দিবসের অনুষ্ঠানে সে বছর চার্চে যান সোনোরা ডোড। অনুষ্ঠানে এসেই তার মনে হয় মা দিবসের মতো বাবাদের জন্যও একটি দিবস করা প্রয়োজন, যেখানে মায়েদের মতো বাবাদেরও সম্মান জানানো হবে। প্রকাশ করা হবে ভালোবাসা।

যুক্তরাষ্ট্রের স্পোকেন মন্ত্রিসভার কাছে তিনি তার বাবার জন্মদিন ৫ জুনকে বিশ্ব বাবা দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব পাঠান। তার প্রস্তাবের প্রশংসা করলেও মন্ত্রিসভা ৫ জুনকে বাবা দিবস ঘোষণা করতে রাজি হয়নি। তারপর অনেক চেষ্টা করে দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোয় বাবা দিবস পালন করতে পারেন ডোড। 

১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ বস র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ