অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে আসা অদ্ভুত রেডিও তরঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
Published: 16th, June 2025 GMT
রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে আসা অদ্ভুত রেডিও তরঙ্গের খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। অ্যান্টার্কটিক ইমপালসিভ ট্রানজিয়েন্ট অ্যানটেনার (এএনআইটিএ) মাধ্যমে শনাক্ত করা এসব তরঙ্গ পদার্থবিজ্ঞানের বর্তমান ধারণাকে অস্বীকার করছে বলে জানিয়েছেন তাঁরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, শনাক্তের আগে অস্বাভাবিক এই রেডিও তরঙ্গ হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করছে। আর তাই দূরত্ব ও বিকৃতির কারণে আলাদাভাবে শুধু রেডিও তরঙ্গকে শনাক্ত করা অসম্ভব। নিউট্রিনো অনুসন্ধান করার সময় ঘটনাক্রমে এই রেডিও তরঙ্গ শনাক্ত করা হয়েছে।
বিজ্ঞানী স্টেফানি উইসেল বলেন, ‘আমরা যে রেডিও তরঙ্গ শনাক্ত করেছি, তা সত্যিই খাড়াভাবে কোণিক ছিল। বরফের পৃষ্ঠের ৩০ ডিগ্রি নিচ থেকে এসব তরঙ্গ এসেছে। এসব চার্জবিহীন কণার ভর সব উপ–পরমাণু কণার মধ্যে সবচেয়ে কম। এসব কণা সাধারণত সূর্যের মতো উচ্চ শক্তির উৎস বা সুপারনোভার মতো বড় মহাজাগতিক ঘটনার মাধ্যমে নির্গত হতে পারে। আমাদের কাছে এখনো এই তরঙ্গে থাকা অসংগতির কোনো ব্যাখ্যা নেই। আমরা রেডিও তরঙ্গের মধ্যে থাকা বেশ কয়েকটি কণার অন্বেষণ করছি। এসব কণা দীর্ঘস্থায়ী রহস্যের মধ্যে একটি।’
বিজ্ঞানীদের কাছে বর্তমানে অদ্ভুত রেডিও তরঙ্গের বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। ধারণা করা হচ্ছে, পিইউইও নামক নতুন ডিটেক্টর ব্যবহার করে ভালোভাবে নিউট্রিনো সংকেত শনাক্ত করা যাবে। তখন রহস্যের সমাধান হতে পারে।
সূত্র: এনডিটিভি, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ড ও তরঙ গ র
এছাড়াও পড়ুন:
সায়েমের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ে শুরু
জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।
অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব্যাটে। এ সময়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।
এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২), গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।
পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন