রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে আসা অদ্ভুত রেডিও তরঙ্গের খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। অ্যান্টার্কটিক ইমপালসিভ ট্রানজিয়েন্ট অ্যানটেনার (এএনআইটিএ) মাধ্যমে শনাক্ত করা এসব তরঙ্গ পদার্থবিজ্ঞানের বর্তমান ধারণাকে অস্বীকার করছে বলে জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, শনাক্তের আগে অস্বাভাবিক এই রেডিও তরঙ্গ হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করছে। আর তাই দূরত্ব ও বিকৃতির কারণে আলাদাভাবে শুধু রেডিও তরঙ্গকে শনাক্ত করা অসম্ভব। নিউট্রিনো অনুসন্ধান করার সময় ঘটনাক্রমে এই রেডিও তরঙ্গ শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞানী স্টেফানি উইসেল বলেন, ‘আমরা যে রেডিও তরঙ্গ শনাক্ত করেছি, তা সত্যিই খাড়াভাবে কোণিক ছিল। বরফের পৃষ্ঠের ৩০ ডিগ্রি নিচ থেকে এসব তরঙ্গ এসেছে। এসব চার্জবিহীন কণার ভর সব উপ–পরমাণু কণার মধ্যে সবচেয়ে কম। এসব কণা সাধারণত সূর্যের মতো উচ্চ শক্তির উৎস বা সুপারনোভার মতো বড় মহাজাগতিক ঘটনার মাধ্যমে নির্গত হতে পারে। আমাদের কাছে এখনো এই তরঙ্গে থাকা অসংগতির কোনো ব্যাখ্যা নেই। আমরা রেডিও তরঙ্গের মধ্যে থাকা বেশ কয়েকটি কণার অন্বেষণ করছি। এসব কণা দীর্ঘস্থায়ী রহস্যের মধ্যে একটি।’

বিজ্ঞানীদের কাছে বর্তমানে অদ্ভুত রেডিও তরঙ্গের বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। ধারণা করা হচ্ছে, পিইউইও নামক নতুন ডিটেক্টর ব্যবহার করে ভালোভাবে নিউট্রিনো সংকেত শনাক্ত করা যাবে। তখন রহস্যের সমাধান হতে পারে।

সূত্র: এনডিটিভি, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ড ও তরঙ গ র

এছাড়াও পড়ুন:

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।” 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/চন্দন/এস

সম্পর্কিত নিবন্ধ