পাওয়ারম্যান প্রতিযোগিতায় অংশ নিতে এবার মালয়েশিয়া যাচ্ছেন মারিয়া
Published: 17th, June 2025 GMT
মাইলের পর মাইল দৌড় ও সাইক্লিংয়ের মতো রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয় ‘পাওয়ারম্যান’। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় ২০ থেকে ২২ জুন বসছে ‘পাওয়ারম্যান মালয়েশিয়া’র ২০তম আসর। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এবার অংশ নিচ্ছেন ফেরদৌসী আক্তার মারিয়া। প্রথম বাংলাদেশি নারী হিসেবে গত বছর ‘আয়রনম্যান ৭০.
পাওয়ারম্যানের ক্ল্যাসিক শাখায় অংশ নেবেন মারিয়া। এই শাখার ক্ল্যাসিক ওপেন (১৮ থেকে ৩৯ বছর বয়সীদের) বিভাগে দুই দফায় ২০ কিলোমিটার দৌড়ানোর পাশাপাশি তাঁকে ৬০ কিলোমিটার সাইকেল চালাতে হবে। তাঁর পর্বটি অনুষ্ঠিত হবে ২২ জুন।
মারিয়ার এই পাওয়ারম্যান যাত্রায় সহায়তা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে সেনোরার পক্ষ থেকে তাঁর হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন বিভাগের ব্যবস্থাপক তেহসিনা খানম, ব্র্যান্ড ব্যবস্থাপক তানজিম ইসলাম, বিপণন বিভাগের নির্বাহী অনিক প্রপাত প্রমুখ।
মারিয়ার পাওয়ারম্যান যাত্রায় সহায়তা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’