ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা উড়িয়ে দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।তার দাবি, খামেনিকে হত্যা হবে ইরানের সাথে ‘সংঘাত অবসান’ করার একটি নিশ্চিত উপায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন এমন প্রতিবেদন সম্পর্কে সোমবার এবিসি নিউজের সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, “এটি সংঘাতকে আরা বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে।”

তিনি বলেছেন, “এই শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যের সবাইকে আতঙ্কিত করছে, এই অর্ধ শতাব্দী ধরে আমাদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরান যা চায় তা হল চিরকালের যুদ্ধ এবং তারা আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।”

তার ভাষ্য, “আসলে, ইসরায়েল যা করছে তা হল এটিকে বাধা দেওয়া, এই আগ্রাসনের অবসান ঘটানো, এবং আমরা কেবল অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর মাধ্যমেই তা করতে পারি।”

নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল ‘মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে।’

মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলির কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল “তিনটি প্রধান লক্ষ্য অনুসরণ করছে: পারমাণবিক কর্মসূচি নির্মূল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা নির্মূল এবং সন্ত্রাসবাদের অক্ষ নির্মূল। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা যা প্রয়োজন তা করব এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসমন্বিত।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর লক ষ য ইসর য

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ