রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে একটি চুক্তি সম্ভব। ইসরায়েলের হামলার ফলে ইরানি সমাজের মধ্যে তাদের নেতৃত্বের প্রতি আরও ঐক্য ও সংহতির সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি।

পুতিন বলেন, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারে—এই ধারণা তিনি আলোচনাতেই আনতে চান না।

টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। এএফপিসহ বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানে পুতিন আরও বলেন, ‘আজকের ইরানে আমরা দেখছি, দেশের রাজনৈতিক নেতৃত্বের চারপাশে সমাজ আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। এটি একটি সংবেদনশীল বিষয় এবং অবশ্যই আমাদের এখানে খুব সতর্ক হতে হবে। তবে আমার মতে, একটি সমাধান খুঁজে পাওয়া সম্ভব।’

আমি বিশ্বাস করি, আমাদের সবার জন্য একসঙ্গে মিলিত হয়ে যুদ্ধবিরতির উপায় খুঁজে বের করা এবং সংঘর্ষে জড়িত পক্ষগুলোর মধ্যে একটি চুক্তি প্রতিষ্ঠার পথ অনুসন্ধান করাই ভালো হবে।ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট

পুতিন বলেন, এটি এমন একটি চুক্তি হবে যেটি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আকাঙ্ক্ষাও পূরণ করতে পারে।

গত শুক্রবার আচমকাই ইরানে হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। তার পর থেকে দুই দেশ একে অপরকে লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েল বলেছে, তাদের এই আচমকা বিমান হামলার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, তেহরান তাদের এমন অভিপ্রায় থাকার কথা অস্বীকার করে।

পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সবার জন্য একসঙ্গে মিলিত হয়ে যুদ্ধবিরতির উপায় খুঁজে বের করা এবং সংঘর্ষে জড়িত পক্ষগুলোর মধ্যে একটি চুক্তি প্রতিষ্ঠার পথ অনুসন্ধান করাই ভালো হবে।’

দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই শতাধিক রুশ নাগরিক কাজ করেন। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে।

দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই শতাধিক রুশ নাগরিক কাজ করেন। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে।

পুতিন বলেন, ‘তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা ইসরায়েলের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছি।’

রাশিয়া ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে কাজ চালিয়ে যেতে পারে এবং এ ক্ষেত্রটিতে তাদের স্বার্থ নিশ্চিত করতে পারে বলেও জানিয়েছেন তিনি।

ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পুতিনের মধ্যস্থতার ওই প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্টের উচিত আগে ইউক্রেনে নিজের চলমান সংঘাতের অবসান ঘটানো।

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়া ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করেছে। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করে।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি গতকাল তাঁর সঙ্গে কথা বলেছি.

..তিনি মধ্যস্থতার জন্য সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। আমি তাঁকে বলেছি, “আমাকে একটা অনুগ্রহ করুন, আগে নিজের (যুদ্ধে) মধ্যস্থতা করুন।”

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করেছে রাশিয়া। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করে।

কিয়েভ এবং তার মিত্ররা অনেক দিন ধরেই ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে।

তবে পুতিন সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলের হামলার পর ইরান রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়নি।

ইউক্রেনে রাশিয়ার হামলা এবং গাজায় চলমান যুদ্ধ মস্কোর সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সদ্ভাবপূর্ণ সম্পর্ককে চাপে ফেলে দিয়েছে। উল্লেখ্য, ইসরায়েলে রুশ বংশোদ্ভূত মানুষের একটি বড় সম্প্রদায় বসবাস করে।

আরও পড়ুনইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্প-পুতিনের মধ্যে কী আলোচনা হলো১৫ জুন ২০২৫আরও পড়ুনমধ্যপ্রাচ্যে কি আরেক মিত্রকে হারাতে যাচ্ছে রাশিয়া১৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ত ন বল ন ইসর য় ল র ইউক র ন

এছাড়াও পড়ুন:

এভাবেও ফিরে আসা যায়

খেলার মাঠে খেলা তো হয়ই, এর বাইরে হয় বিচিত্র অনেক কিছুই। মাঠে ও মাঠের বাইরের বিচিত্র সব ঘটনা নিয়েই এ আয়োজন।

হার দিয়ে শুরু, চ্যাম্পিয়ন হয়ে শেষ—ইংল্যান্ডের নারী ইউরো জয়ের পথটা মোটেই মসৃণ ছিল না এবার। নকআউট পর্বে তো প্রতিটি ম্যাচেই শুরুতে পিছিয়ে পড়েছিল দলটি। আর তাতে বিরল কীর্তিতেও নাম উঠে গেছে দলটির। ফুটবল ইতিহাসে মাত্র দ্বিতীয় দল ইংল্যান্ড, যারা নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।

প্রথম দলটিও একটি নারী দল, আর সেই টুর্নামেন্টও ছিল মহাদেশীয়। ২০২২ সালে নারী এশিয়ান কাপে চীনের শিরোপা জয়ের পথটাই যেন ছিল একটানা নাটকীয়তা আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে প্রথমে গোল খেয়ে বসেছিল তারা, এরপর ঘুরে দাঁড়িয়ে জেতে ৩-১ ব্যবধানে। সেমিফাইনালে জাপানের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে দুবারই সমতায় ফেরে চীন, দ্বিতীয় গোলটি আসে ১১৯তম মিনিটে। টাইব্রেকারে গিয়েও দশম ও শেষ শটের আগে তারা একবারের জন্যও এগিয়ে ছিল না।

তবে ফাইনালে সবকিছুর মাত্রা ছাড়িয়ে যায়। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল চীন। দ্বিতীয়ার্ধের মাঝপথেও একই স্কোরলাইন। এরপর ট্যাং জিয়ালির পেনাল্টি থেকে আসে এক গোল, ৭২তম মিনিটে ঝাং লিনইয়ান সমতায় ফেরান দলকে। আর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় শিয়াও ইউইয়ের গোলে লেখা হয় আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের অন্যতম সেরা গল্প।

২০২২ সালে মেয়েদের এশিয়ান কাপজয়ী চীন

সম্পর্কিত নিবন্ধ

  • ইউক্রেনে সামরিক ড্রোন কেনাকাটায় ঘুষ কেলেঙ্কারি, আইনপ্রণেতাসহ কয়েক কর্মকর্তা গ্রেপ্তার
  • কিয়েভে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩১
  • স্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আলোচনায় গুরমিত
  • রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’
  • স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পাকেতার
  • এভাবেও ফিরে আসা যায়