Samakal:
2025-08-13@19:48:41 GMT

তথ্য নিরাপত্তায় কী করবেন

Published: 28th, June 2025 GMT

তথ্য নিরাপত্তায় কী করবেন

বিশ্বের বহুল ব্যবহৃত ব্রাউজার ক্রোম। হ্যান্ডফোন বা কম্পিউটার– সব ডিভাইসেই ব্রাউজারটি জনপ্রিয়। গুগল উদ্ভাবিত ক্রোম ব্রাউজারে প্রায়ই নতুন ধরনের প্লাগইন সুবিধা পাওয়া যায়। নিয়মিত সারাবিশ্বে ইন্টারনেট দুনিয়ায় এখন আগের তুলনায় বেশি মাত্রায় তথ্য চুরির ঘটনা ঘটছে।
ব্রাউজারে সুরক্ষা নিয়ে ওয়াকিবহাল না থাকলে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থেকে যায়। ব্রাউজার ব্যবহারে ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন। নিয়মিত সমন্বয় (আপডেট) না করলে ক্রোম হয়ে উঠতে পারে বিপজ্জনক। তাই হ্যাকার আর হ্যাকিং থেকে সব সময় সতর্ক 
থাকা প্রয়োজন।
কী করবেন নিরাপত্তায়
ব্রাউজার নিয়মিত রিফ্রেশ করবেন। প্রতিদিন ব্রাউজার কুকি মুছে ফেলতে হবে।
ব্রাউজার ( ক্রোম) নিয়মিত আপডেট করে নেবেন। ফলে আগের সংস্করণের ত্রুটি (বাগ) ঠিক হবে।
গুগল ক্রোমে পাসওয়ার্ড সংরক্ষণের সুযোগ থাকলেও তা করবেন না।
ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে যে কোনো লিঙ্কে প্রবেশ থেকে বিরত থাকবেন। কারণ, হ্যাকাররা এভাবে ফাঁদ তৈরি করে।
জরুরি প্রয়োজন না হলে পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা। অনিরাপদ নেটওয়ার্কের জন্য ডিভাইস মুহূর্তেই ঝামেলায় পড়ে যায়।
নিয়মিত অ্যান্টিভাইরাস আপডেট করে নেওয়া।
ই- মেইলে আসা অপরিচিত লিঙ্কে নিশ্চিত না হয়ে প্রবেশ করা থেকে বিরত থাকা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: করব ন

এছাড়াও পড়ুন:

বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’

প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।

স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।

নতুন কুঁড়ির এ ছবিটি অভিনেত্রী শাওন ফেসবুকে শেয়ার করেছেন

সম্পর্কিত নিবন্ধ