বিশ্বের বহুল ব্যবহৃত ব্রাউজার ক্রোম। হ্যান্ডফোন বা কম্পিউটার– সব ডিভাইসেই ব্রাউজারটি জনপ্রিয়। গুগল উদ্ভাবিত ক্রোম ব্রাউজারে প্রায়ই নতুন ধরনের প্লাগইন সুবিধা পাওয়া যায়। নিয়মিত সারাবিশ্বে ইন্টারনেট দুনিয়ায় এখন আগের তুলনায় বেশি মাত্রায় তথ্য চুরির ঘটনা ঘটছে।
ব্রাউজারে সুরক্ষা নিয়ে ওয়াকিবহাল না থাকলে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থেকে যায়। ব্রাউজার ব্যবহারে ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন। নিয়মিত সমন্বয় (আপডেট) না করলে ক্রোম হয়ে উঠতে পারে বিপজ্জনক। তাই হ্যাকার আর হ্যাকিং থেকে সব সময় সতর্ক
থাকা প্রয়োজন।
কী করবেন নিরাপত্তায়
ব্রাউজার নিয়মিত রিফ্রেশ করবেন। প্রতিদিন ব্রাউজার কুকি মুছে ফেলতে হবে।
ব্রাউজার ( ক্রোম) নিয়মিত আপডেট করে নেবেন। ফলে আগের সংস্করণের ত্রুটি (বাগ) ঠিক হবে।
গুগল ক্রোমে পাসওয়ার্ড সংরক্ষণের সুযোগ থাকলেও তা করবেন না।
ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে যে কোনো লিঙ্কে প্রবেশ থেকে বিরত থাকবেন। কারণ, হ্যাকাররা এভাবে ফাঁদ তৈরি করে।
জরুরি প্রয়োজন না হলে পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা। অনিরাপদ নেটওয়ার্কের জন্য ডিভাইস মুহূর্তেই ঝামেলায় পড়ে যায়।
নিয়মিত অ্যান্টিভাইরাস আপডেট করে নেওয়া।
ই- মেইলে আসা অপরিচিত লিঙ্কে নিশ্চিত না হয়ে প্রবেশ করা থেকে বিরত থাকা।
উৎস: Samakal
কীওয়ার্ড: করব ন
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড