টেনিস বিশ্বের চোখ এখন উইম্বলডনে। বছরের অন্যতম মর্যাদাপূর্ণ লড়াইটি যে আজ শুরু হয়েছে। উইম্বলডনে টানা তৃতীয় শিরোপা জয়ের জন্য ফেবারিট কার্লোস আলকারাজ। তবে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ইয়ানিক সিনার, নোভাক জোকোভিচরা। সিনারের মতো মেয়েদের মধ্যে বিশ্বসেরা আরিনা সাবালেঙ্কা খুঁজছেন তাঁর প্রথম উইম্বলডন ট্রফি।

যাঁরা এরই মধ্যে টেলিভিশন পর্দায় চোখ রেখেছেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম দেখতে, তাঁরা কি কোর্টে ব্যতিক্রমী কিছু দেখছেন? যদি চোখে না পড়ে, আবার খেয়াল করুন, লাইনকল দেওয়ার জন্য কোনো লাইন জাজ কিন্তু নেই।

এমনিতেই অন্য তিন গ্র্যান্ড স্লামের চেয়ে একটু আলাদা উইম্বলডন—খেলোয়াড়দের পরতে হয় সাদা পোশাক। তবে এবার প্রথমবারের মতো একটি বড় পরিবর্তন এসেছে অল ইংল্যান্ড ক্লাবে। ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার উইম্বলডনে নেই লাইন জাজ।

কেন নেই লাইন জাজ?

২০২৪ সালে সিদ্ধান্ত হয়েছে ২০২৫ উইম্বলডনে ব্যবহার করা হবে ইলেকট্রনিক লাইন কলিং প্রযুক্তি। এটি এখন নিয়মিতই দেখা যায় এটিপি ও বেশ কিছু ডব্লুটিএ টুর্নামেন্টে।

এই দৃশ্য এবার নেই উইম্বলডনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইম বলডন বছর র

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই