চট্টগ্রামের কর্ণফুলীতে ছাদে খেলতে গিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় উপজেলার বড় উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আসিম বিন সাইফ (১৩)। সে স্থানীয় অধিবাসী মোহাম্মদ সাইফুদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল পৌনে পাঁচটার সময় তিনতলা ভবনের ছাদের ওপর কাপড় শুকানোর টিনশেড ঘরে খেলছিল আসিমসহ চারজন। ওই সময় ওই ভবনের পাশে একটি গাছ কাটছিলেন লোকজন। গাছ কাটার সময় একটি ডাল ওই টিনশেড ঘরে পড়লে আসিম চাপা পড়ে এবং কাপড় শুকানোর রশিতে পেঁচিয়ে যায়। পরে আসিমের সঙ্গে খেলতে থাকা তার ছোট ভাই আয়ানসহ তিনজন নিচে খবর দিলে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসিমের ছোট ভাই আয়ান বিন সাইফ বলে, ‘আমরা চারজন খেলছিলাম। ওই সময় হঠাৎ একটি ডাল টিনের ঘরে পড়ে আর ভাইয়া টিনের নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে সে মারা যায়।’

জানতে চাইলে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রিয়াদুল ইসলাম বলেন, ‘আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আত্মীয়দের সঙ্গে কথা বলে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেব।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সৌদিতে সক্রিয় যুক্তরাষ্ট্রের ‘থাড’!

বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি যুক্তরাষ্ট্র নির্মিত ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’। এর প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতের বরাতে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম ‘থাড’। এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতেও সক্ষম।

সৌদিতে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। রয়টার্স।
 

সম্পর্কিত নিবন্ধ