নোভাক জোকোভিচ জানতেন কি না, তা বলা যাচ্ছে না। তবে সঞ্চালক জানাতেই মজা করে বললেন, ‘তার মানে আমি অনেক দিন ধরে খেলছি!’

উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ব্রিটেনের ড্যান ইভান্সকে আজ ৬–৩, ৬–২, ৬–০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন জোকোভিচ। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। উইম্বলডনে এটি সার্বিয়ান কিংবদন্তির ৯৯তম জয়, ম্যাচ শেষে তাঁকে সেটিই জানানো হয়েছিল।

আরও পড়ুনউইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে০১ জুলাই ২০২৫

ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে জোকোভিচ ১০০তম জয়টা পেতে পারেন শনিবারই। মাইলফলক ছোঁয়ার সম্ভাব্য ম্যাচে প্রতিপক্ষ তাঁরই স্বদেশি মিওমির কেচমানোভিচ।

উইম্বলডনে আজ নিজের ৯৯তম ম্যাচ জিতেছেন জোকোভিচ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অঘটন এড়িয়ে তৃতীয় রাউন্ডে আলকারাজ ও সাবালেঙ্কা

‘আশা করছি, এই টুর্নামেন্টে এবার আর কোনো অঘটন ঘটবে না।’

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ওঠার পর কথাগুলো বলেছেন নারী টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। এমন প্রার্থনা সাবালেঙ্কা করতেই পারেন। এবারের উইম্বলডন যে প্রথম রাউন্ড থেকেই একের পর এক অঘটনের জন্ম দিচ্ছিল।

প্রথম রাউন্ড থেকে ছেলেদের বিভাগে ছিটকে গেছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন কোকো গফ, জেসিকা পেগুলা ও ঝেং কিনওয়েন। সব মিলিয়ে প্রথম দুই দিনে পুরুষ ও নারী এককে শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের মধ্যে আটজনই বিদায় নিয়েছেন, যা ওপেন যুগে কোনো গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড।

দ্বিতীয় রাউন্ডে বড় অঘটনের শিকার হওয়ার মতো ছিলেন ছেলেদের বিভাগে কার্লোস আলকারাজ আর মেয়েদের বিভাগে সাবালেঙ্কা। তবে দুজনই সেটি এড়িয়ে জয় নিয়ে কোর্ট ছেড়েছেন। এর মধ্যে আলকারাজ জিতেছেন সহজেই। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৭৩৩ নম্বরে থাকা টারভেটকে হারাতে আলকারাজের সময় লেগেছে দুই ঘণ্টা ১৭ মিনিট। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘সবার আগে আমি অলিভারের প্রশংসা করতে চাই। এটা তার ট্যুরে দ্বিতীয় ম্যাচ, আর আমি সত্যিই ওর খেলা উপভোগ করেছি। জানতাম, আমাকে নিজের সেরাটা খেলতে হবে। আমি আমার পারফরম্যান্সে খুশি, তবে ওকেও বড় কৃতিত্ব দিতে হবে।’

দ্বিতীয় রাউন্ড পেরিয়েছেন সাবালেঙ্কাও।

সম্পর্কিত নিবন্ধ

  • অঘটন এড়িয়ে তৃতীয় রাউন্ডে আলকারাজ ও সাবালেঙ্কা
  • ‘অলৌকিক ওষুধ’ খেয়ে জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে
  • পর্যটক বাবর এবং উইম্বলডনের উত্তাপ
  • উইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে