জোকোভিচের সামনে ‘সেঞ্চুরির’ হাতছানি
Published: 3rd, July 2025 GMT
নোভাক জোকোভিচ জানতেন কি না, তা বলা যাচ্ছে না। তবে সঞ্চালক জানাতেই মজা করে বললেন, ‘তার মানে আমি অনেক দিন ধরে খেলছি!’
উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ব্রিটেনের ড্যান ইভান্সকে আজ ৬–৩, ৬–২, ৬–০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন জোকোভিচ। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। উইম্বলডনে এটি সার্বিয়ান কিংবদন্তির ৯৯তম জয়, ম্যাচ শেষে তাঁকে সেটিই জানানো হয়েছিল।
আরও পড়ুনউইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে০১ জুলাই ২০২৫ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে জোকোভিচ ১০০তম জয়টা পেতে পারেন শনিবারই। মাইলফলক ছোঁয়ার সম্ভাব্য ম্যাচে প্রতিপক্ষ তাঁরই স্বদেশি মিওমির কেচমানোভিচ।
উইম্বলডনে আজ নিজের ৯৯তম ম্যাচ জিতেছেন জোকোভিচ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড