আজ টিভিতে যা দেখবেন (৫ জুলাই ২০২৫)
Published: 5th, July 2025 GMT
২য় ওয়ানডে
বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ৩টা, টি স্পোর্টস
নারী এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ-তুর্কমেনিস্তান
সন্ধ্যা ৬-৩০ মি., ইউটিউব/পাইওয়ান প্লে স্পোর্টস
এজবাস্টন টেস্ট–৪র্থ দিনইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
উইম্বলডন৩য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
গ্রেনাডা টেস্ট–৩য় দিনওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া
রাত ৮টা, টি স্পোর্টস
ফিফা ক্লাব বিশ্বকাপপালমেইরাস-চেলসি
সন্ধ্যা ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
পিএসজি-বায়ার্ন
রাত ১০টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
রিয়াল-ডর্টমুন্ড
রাত ২টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
থাইল্যান্ডের মেলায় ৩০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল রিমার্ক
থাইল্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫ এ অংশ নিয়ে প্রায় ৩ মিলিয়ন বা ৩০ লাখ মার্কিন ডলারের প্রসাধনী ও ত্বক পরিচর্যার পণ্য রপ্তানির আদেশ পেয়েছে বাংলাদেশের রিমার্ক এইচবি লিমিটেড। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন দেশের কোম্পানিগুলো রিমার্কের উৎপাদিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোর পণ্যের ডিস্ট্রিবিউটর তথা পরিবেশক হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, চীন ও ভারত। প্রদর্শনীটিতে স্বাগতিক থাইল্যান্ডসহ ২৭টি দেশের ১৭০টি কোম্পানি অংশ নেয়। রিমার্ক এইচবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ২৫-২৭ জুন ‘কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫’ শীর্ষক তিন দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রধান রাশেদুল ইসলাম জানান, তাঁরা বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ধরনের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য মেলায় প্রদর্শন করেন। মেলায় রিমার্কের স্টল ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ছিল।
এ নিয়ে রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল আম্বিয়া বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত, যা নিশ্চিত করে যে আমাদের সব পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবিকে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি আমরা দেশের শিল্প খাতের সর্বোচ্চ সম্মাননা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছি।’