বাঘ রক্ষায় ঢাকায় দৌড়ের আয়োজন, অংশ নিতে করতে হবে নিবন্ধন
Published: 5th, July 2025 GMT
প্রাকৃতিক পরিবেশে বাঘ টিকিয়ে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং বাঘ সংরক্ষণে বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন আদায়ে প্রতিবছর ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয়। এ উপলক্ষে ২৬ জুলাই রাজধানীতে ‘টাইগার রান ঢাকা ২০২৫’ নামে দৌড়ের আয়োজন করা হয়েছে। এতে অপেশাদার ও পেশাদার দৌড়বিদেরা অংশ নিতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বেঙ্গল টাইগার রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি ক্ষতিগ্রস্ত সুন্দরবন পুনরুদ্ধারের আহ্বান জানাতেই দৌড়ের আয়োজন করা হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই আয়োজনের টাইটেল স্পনসর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সার্বিক সহযোগিতা করছে সেইফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব। ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’ নামের এই আয়োজনে দৌড়ের দূরত্ব সাড়ে সাত কিলোমিটার। ছয় বছরের কম বয়সী শিশুরা অংশ নিতে পারবে এক কিলোমিটার দৌড়ে।
দৌড়ে অংশ নিতে এক হাজার টাকা ফি প্রদানের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন চলবে ১০ জুলাই পর্যন্ত।
নিবন্ধনসহ বিস্তারিত জানতে: https://tigertrail.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫