বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেন এর পরিবারের খোঁজখবর নিলে মামুন মাহমুদ
Published: 7th, July 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেন এর পরিবারের সদস্যদের সদস্য পদ নবায়ন ও খোঁজখবর নিতে সোমবার বিকেলে তাঁর সিদ্ধিরগঞ্জের বাসভবনে যান জেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় মরহুমের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল ও তার ছেলে মাজহারুল ইসলাম অধ্যাপক মামুন মাহমুদকে স্বাগত জানান।
মোসলেহা কামাল জানান, অধ্যাপক মামুন মাহমুদের এধরনের সৌজন্যতায় আনন্দিত এবং সম্মানিত হয়েছেন তারা।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দলের প্রতিটি নেতাকর্মীর সম্মান এবং মর্যাদা রক্ষায় নানা ভাবে কাজ করে যাচ্ছেন।
তারেক রহমানের প্রেরণায়ই বিএনপি'র জন্য যাদের ত্যাগ ছিল তাদের সম্মান জানানোর তাগিদ থেকে আমরা তাদের বাসায় ছুটে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অসুস্থ যুবদলনেতা রুহুল আমিনের খোঁজখবর নিলেন সজল-সাহেদ
অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের চাষাড়া বালুর মাঠ সংলগ্ন হেলথ রিসোর্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রুহুল আমিন শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ছুটে যান নেন তাঁরা । এবং তার সুস্থতার জন্য দোয়া করেন তাঁরা।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।