খুলনায় যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মাদক, অস্ত্র ও গুলি জব্দ হয়। 

মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল-করিম শাম্মী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

রাউজানে প্রকৌশলী বকুল হত্যা: মা ও ২ ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন ট্রিপল হত্যায় গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন, মো.

শাকিল এবং অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, একটি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটককৃতদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়।

বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে এরূপ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোটরসাইকেল চুরির অভিযোগে নারী ইউপি সদস্যসহ আটক ৪

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা সুমন মিয়া (২৬), শাকিল খান (২৬), নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য মোছা. সালমা খাতুন (৪৫) ও বগুড়ার নুনগুলা ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমান (২৩)।

আরো পড়ুন:

সাবেক যুবদল নেতাকে গ্রেপ্তারে অভিযানের পর বাড়ির পাশে মিলল লাশ

চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ের নিজের মুদি দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুস সামাদ।

পথে অজ্ঞাতনামা দুই ব্যক্তি আব্দুস সামাদের চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে তাকে এলোপাথাড়ি মারধর করে সঙ্গে থাকা মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরর পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • মোটরসাইকেল চুরির অভিযোগে নারী ইউপি সদস্যসহ আটক ৪