পতনের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে দুই ঘণ্টা ৫৪ মিনিটের নাটকীয় লড়াই শেষে জয়টাই তুলে নিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড়। জার্মানির অবাছাই লরা সিগেমুন্ডকে ৪-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন বেলারুশ তারকা।

২৭ বছর বয়সী সাবালেঙ্কা অল ইংল্যান্ড ক্লাবে শেষ চারে উঠলেন তৃতীয়বারের মতো। এর আগে ২০২১ ও ২০২৩ সালে সেমিফাইনালে উঠেছিলেন, তবে দুবারই বিদায় নিতে হয়েছিল এখান থেকেই। এবার কী বদলাবে ভাগ্য? শেষ চারে জিতলে টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠবেন সাবালেঙ্কা। ২০২৪ সালে ইউএস ওপেন জেতার পর এবারের অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনেও পৌঁছেছিলেন ফাইনালে, যদিও শেষ দুই আসরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।

সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ হবেন আমেরিকান ১৩ নম্বর বাছাই আমান্দা আনিসিমোভা অথবা রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভা।

এবারের উইম্বলডনে মেয়েদের এককে শীর্ষ ছয় বাছাইয়ের মধ্যে একমাত্র টিকে আছেন সাবালেঙ্কাই। তবে আজ সিগেমুন্ডের বিপক্ষে একসময় মনে হচ্ছিল, তাঁর নামও যোগ হতে যাচ্ছে বিদায় নেওয়া তারকাদের তালিকায়।

উইম্বলডনে এখনো ফাইনাল খেলা হয়নি সাবালেঙ্কার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম ফ ইন ল উইম বলডন

এছাড়াও পড়ুন:

ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের পথে আরেক ধাপ এগোলেন আলকারাজ

উইম্বলডনে শিরোপা ধরে রাখার অভিযানে থাকা কার্লোস আলকারাজ নড়বড়ে শুরুর পর দারুণ এক জয় পেয়েছেন। গত রাতে রাশিয়ান টেনিস আন্দ্রেই রুবলেভের বিপক্ষে প্রথম সেটে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ছেলেদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা আলকারাজ। ৩–১ সেটে জেতা এই স্প্যানিশের সঙ্গে শেষ তিন সেটে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি রুবলেভ। যদিও ১৪ নম্বর বাছাই রুবেলভের শুরুটা আশা জাগানিয়া ছিল।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে আলকারাজের সঙ্গে লড়াই জমিয়ে তুলে টাইব্রেকারে নিয়ে যান রুবলেভ। এমনকি শেষ পর্যন্ত এই সেটটি ৭–৬ (৭/৫) গেমে জিতে নেন।

প্রথম সেটে হারার পর রুবলেভকে আর আর কোনো সুযোগ দেননি আলকারাজ। পরের তিন সেট ৬–৩, ৬–৪ এবং ৬–৪ গেমে জেতেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে আলাকাজের প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নোরি। ২০২২ সালে উইম্বলডনে সেমিফাইনালে খেলা নোরি কাল চতুর্থ রাউন্ডের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিলির নিকোলাস জারিকে হারিয়েছেন ৩–২ সেটে।

আরও পড়ুনঅঘটন এড়িয়ে তৃতীয় রাউন্ডে আলকারাজ ও সাবালেঙ্কা০২ জুলাই ২০২৫

গত রাতের জয়ে একটি মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন আলকারাজ। এবারের উইম্বলডন জিতলে উন্মুক্ত যুগে পুরুষ এককে পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা তিন গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি।

জয়ের পর সাবালেঙ্কা

সম্পর্কিত নিবন্ধ

  • উইম্বলডনে ‘ফেদেরার কুফা’ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জকোভিচ
  • উইম্বলডনে এলেন ‘রাজা’
  • ‘ফেদেরার-কুফা’ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
  • উইম্বলডনে নাটকীয় প্রত্যাবর্তন: কোয়ার্টার ফাইনালে আলকারেজ
  • ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের পথে আরেক ধাপ এগোলেন আলকারাজ