নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ঐক্যবদ্ধ ভাবে যেভাবে সৈরাচার হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে ঠিক সেই ভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। জনগণকে সেবা দিতে হবে এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম করতে হবে। মানুষের ভালবাসা অর্জন করতে হবে।

অতীতে যেভাবে মানুষের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা বিগত ১৫ বছর যেভাবে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তার পরও মানুষের পাশে থেকে রাজনীতি করতে হয়েছে। তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে পথ চলতে চাই। 

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ফতুল্লার দেলপাড়াস্থ  মিরকুঞ্জ কমিনিটি সেন্টারে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, কোন ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে ঠাই হবে না। তারেক রহমানের নির্দেশ রয়েছে ফ্যাসিবাদের কাউকে যেন সদস্য না করা হয়। যাচাই বাছাই করে নতুন সদস্য করবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে অনেক নতুন তরুন ভোটার রয়েছে তাদেরকে সদস্য করতে হবে। তরুনরা বিএনপির সদস্য হওয়ার জন্য উদগ্রীব হচ্ছে।

মনে রাখতে হবে তরুনরাই কিন্তু আগামী রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। তরুনদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। তরুনদের আকৃষ্ট করতে হবে এবং তরুনদের জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করতে হবে। আমরা আগামীদিনের তরুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চাই। আগামী দিনের তরুন প্রজন্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। 

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য কঠোর হুশিয়ারী দিয়ে মামুন মাহমুদ আরো বলেন, আন্দোলন সংগ্রামে আমি জেলা বিএনপির দায়িত্বে না থাকা সত্বেও সব জায়গার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছি। যারা দায়িত্ব ছিলো তারা কি করেছে আর আমি কি করেছি তা বলতে পারবে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল।

এখন তারেক রহমান আমাকে জেলা বিএনপির দায়িত্ব দিয়েছে তাই আমি চাই সবাইকে নিয়ে দলের জন্য কাজ করবো। দলের নেতাকর্মীরা যেন ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধের কোন বিকল্প নাই। যারা এখনো ভিন্ন চিন্তা করছেন তারা এখনো সময় আছে শহিদুল ইসলাম টিটু ও এড: বারী ভুইয়ার পতাকার তলে আসেন। এই পতাকা কিন্তু তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পতাকা। 

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভুইয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহম্মেদ প্রমুখ। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশীদ, আশরাফুল আলম হিমেল, মো: জামান মিয়া, দুলাল ভূইয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন আওয় ম ল গ উপস থ ত ছ ল ন র ন ত কর ম ল ইসল ম ব এনপ র রহম ন সদস য

এছাড়াও পড়ুন:

দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যান চাপায় হাবিবা খাতুন(৭) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের সরকারপাড়ায় বকশীগঞ্জ-রাজিবপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাবিবা খাতুন উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে সরকার পাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, হাবিবাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা ফুলেছা বেগম। এ সময় সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে হাবিবার ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করে স্থানীয়রা। 

মা ফুলেছা বেগম বলেন, হাবিবা আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। রাস্তার মাঝখানে এসে সে আমার হাত থেকে ফসকে চাকার নিচে পড়ে মারা যায়। 

সানন্দবাড়ী পুলিশ তথ্য কেন্দ্রের আইসি দেবাশীষ সাহা জানান, কাভার্ডভ্যানের নিচে পড়ে শিশু হাবিবা নিহত হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ