ছবি: সুপ্রিয় চাকমা
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর ক্যাডেট কলেজের এসএসসি-২০২৫ পরীক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবার বিজ্ঞান বিভাগ থেকে কলেজটির ৪৫ পরীক্ষার্থী এসএসসি-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মন্ডল।
তিনি বলেন, রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিক নির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকবৃন্দের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন ও শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই দারুণ ফলের অন্যতম অনুষঙ্গ।
অধ্যক্ষ বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে। প্রেস বিজ্ঞপ্তি