রামপুরায় ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ ঠিকাদারের মৃত্যু
Published: 11th, July 2025 GMT
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে মো. হারুন (৬৫) নামের এক নির্মাণ ঠিকাদার মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে রামপুরার উলন রোডে এ দুর্ঘটনা ঘটে।
হারুনের গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি উলন রোডের নির্মাণাধীন ওই বাড়িতেই ভাড়া থাকতেন।
হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো.
জাহিদুল বলেন, হারুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।
পুলিশ পরিদর্শক ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড