Samakal:
2025-07-12@20:35:02 GMT

উইম্বলডনের নতুন রানি শিয়নটেক

Published: 12th, July 2025 GMT

উইম্বলডনের নতুন রানি শিয়নটেক

উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন পোলিশ তারকা ইগা শিয়নটেক। শনিবার রাতে মেয়েদের একক ফাইনালে মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি বনে গেলেন ২৪ বছর বয়সী এই টেনিস সেনসেশন। এদিন মাত্র ৫৭ মিনিটে অ্যামান্ডাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন শিয়নটেক।

ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভা। ফাইনালে ‘ডাবল বাগেল’ স্কোরলাইনে জয় পাওয়া শেষবার দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর এমন বিরল কীর্তি গড়লেন পোলিশ তারকা শিয়নটেক।

এই জয়ে ক্যারিয়ারের ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন শিয়াটেক। তবে এটি তার প্রথম উইম্বলডন জয় এবং রোলাঁ গারোর বাইরে দ্বিতীয় মেজর সাফল্য। এর আগে ২০২২ সালে ইউএস ওপেন জিতেছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে চারবার চ্যাম্পিয়ন হলেও ঘাসের কোর্টে এতদিন সেরা হতে পারেননি এই পোলিশ খেলোয়াড়। তার লক্ষ্য আগামী মৌসুমে মেলবোর্নের ট্রফিও হাতে তোলা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইম বলডন

এছাড়াও পড়ুন:

১ নম্বর সাবালেঙ্কাকে বিদায় করে প্রথমবার ফাইনালে আনিসিমোভা

উইম্বলডনে আরিনা সাবালেঙ্কার রেকর্ড খুব একটা ভালো নয়। ২৭ বছর বয়সী এই বেলারুশিয়ান দুবার অস্ট্রেলিয়ান ওপেন ও একবার ইউএস ওপেন জিতেছেন। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও খেলেছেন। কিন্তু উইম্বলডনে কখনো সেমিফাইনালের বাধা টপকাতে পারেননি।

তবে এবার সাবালেঙ্কা লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নেমেছিলেন মেয়েদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে। তাই তাঁর কাছে এবার বড় কিছুরই প্রত্যাশা ছিল।

হতাশা নিয়ে কোর্ট ছাড়ছেন সাবালেঙ্কা

সম্পর্কিত নিবন্ধ

  • উইম্বলডনের নতুন রানি শিয়াটেক
  • ৬-০, ৬-০ গেমে ফাইনাল জিতে সিওনতেক এখন উইম্বলডনেরও রানি
  • টানা তৃতীয় উইম্বলডনের ফাইনালে আলকারাজ
  • উইম্বলডনে ছেলেদের ট্রফিতে কেন আনারস
  • আজ টিভিতে যা দেখবেন (১১ জুলাই ২০২৫)
  • ১ নম্বর সাবালেঙ্কাকে বিদায় করে প্রথমবার ফাইনালে আনিসিমোভা