বন্দরে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত  মাদক সম্রাট গাজী (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি গাজী বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ রসুলবাগ এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই ফারুক বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

 গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গাজীকে উল্লেখিত মামলায় মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগস্থ রাত্রী স্বর্ণ শিল্পালয়ের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারি গাজী বন্দরের একজন চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ