ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতের নাম আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সিদ কেটে ঘরের ভেতরে ঢুকে খালেক মোল্লার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরো পড়ুন:

বোমা হামলার প্রতিবাদে নওয়াপাড়ায় ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট

চট্টগ্রামেও পদযাত্রায় হামলার আশঙ্কা এনসিপির

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন, “বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অলোক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ