বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জবিতে গায়েবানা জানাজা
Published: 23rd, July 2025 GMT
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবির, আপ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
জানাজা শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সারা দেশ শোকে মুহ্যমান। তারা ঐক্য বিনষ্টকারী কোনো মন্তব্য বা পোস্ট থেকে বিরত থাকার আহ্বান জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা সবার নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন।
আরো পড়ুন:
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৭ জন একই পরিবারের
ইবি শিক্ষার্থীর মৃত্যু: লাশ নিয়ে রাজনীতি চায় না পরিবার
জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাজ্জাদ হোসেন মুন্না বলেন, “এই আকস্মিক মানবিক দুর্যোগে আমরা জবি পরিবার মর্মাহত। বিমান দুর্ঘটনায় নিহতদের শান্তি ও আহতদের সুস্থতা কামনা করছি। একইসঙ্গে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।”
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “মানবিক বিপর্যয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। নিহতদের স্মরণে ও আহতদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমরা আহতদের জন্য রক্ত ও অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত আছি।”
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইচ উদ্দীন বলেন, “উত্তরার ঘটনায় যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থ করে দেন এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত দ র ঘটন দ র ঘটন য় ন হতদ র হতদ র স আহতদ র
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব