হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৪৭টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ৩টি দোকানে জরিমানা করা হয়।

হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী জানান, দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে জায়গা দখল করে লোকজন অস্থায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। যানজট নিরসন ও ভোগান্তি কমাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরো জানান, অভিযানে ৪৭টি দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ৩টি দোকানে ২০০ টাকা করে জরিমানা করা হয়। 

আরো পড়ুন:

হবিগঞ্জে মিষ্টির দোকানে ৫ লাখ টাকা লুট

বাবুরহাটে ২ যুগ ধরে রাসেলের বাঁশ-বেত পণ্যের দোকান 

পুরো শহরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা।  
 

ঢাকা/মামুন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ