যুক্তরাজ্যগামী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রিডিপারচার ব্রিফিং
সেকশন:
ট্যাগ: , ,
ছবি: ১৫৯ নামে নাগরিকে
ক্যাপশন:
মেটা ও এক্সসার্প্ট:
আরও পড়ুন:
আরও পড়ুন:


যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘প্রিডিপারচার ব্রিফিং সেশন’–এর আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। ২৯ জুলাই বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনলাইনে ‘স্টাডি ইউকে প্রিডিপারচার ব্রিফিং’-শীর্ষক এ সেশন অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যেসব শিক্ষার্থী ভর্তির অফার পেয়েছেন, তাঁদের ভিসাপ্রাপ্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়জীবনে মানিয়ে নেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দিতে এ সেশন আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যে তাঁদের শিক্ষাজীবন শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব তথ্য পাবেন এবং রিসোর্স সম্পর্কে জানতে পারবেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের বৃত্তি, আইইএলটিএসে ৭ থাকলেই আবেদন১৩ জুলাই ২০২৫

ব্রিফিং সেশনে যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন বিভাগ (ইউকেভিআই), বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ইউনিভার্সিটিজ ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অ্যাসোসিয়েশনের (বিইউআইএলএ) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি যুক্তরাজ্যে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী ও সম্প্রতি উচ্চশিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীরা সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

এ সেশনে ব্যাগ গোছানো থেকে শুরু করে বাজেট পরিকল্পনা, ভ্রমণের প্রস্তুতি ও বিদেশের পরিবেশে মানিয়ে নেওয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। এ ছাড়া শিক্ষার্থীরা কীভাবে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা, বিমা–সুবিধা ও মানসিক স্বাস্থ্যসহায়তা গ্রহণ করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনহামফ্রে ফেলোশিপ: মাসিক ভাতাসহ ১০ মাস আমেরিকায় পড়াশোনার সুযোগ১৫ জুলাই ২০২৫

সেশনে ইউকেভিআই প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সম্পর্কে আপডেটেড তথ্য দেবেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা সেশনে অংশগ্রহণকারীদের নিজেদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

এ লিংকে প্রবেশ করে আগ্রহী শিক্ষার্থীরা স্টাডি ইউকে প্রিডিপারচার ব্রিফিং সেশন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং সেশনে অংশ নিতে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের পর শিক্ষার্থীদের ই–মেইলের মাধ্যমে সেশনে যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্যর জন্য ঢুঁ মারুন।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ট শ ক উন স ল য ক তর জ য র শ বব দ য ল ব শ বব দ য র জন য প রব ন

এছাড়াও পড়ুন:

মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ

ঘরে বসেই দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে মাইক্রোসফট। এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী বা পেশাজীবীরা কোর্সগুলোতে অংশ নিতে পারবেন।

২০২৫ সালের এই প্রোগ্রামে ৬০টির বেশি অনলাইন কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে। দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে এসব কোর্স। একই সঙ্গে শিক্ষার্থীরা Microsoft AI Skills Fest-এ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বিশেষায়িত কোর্সও করতে পারবেন।

মাইক্রোসফটের লক্ষ্য হলো আজকের চাকরির বাজারে চাহিদাসম্পন্ন প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা। এই কোর্সগুলো শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন। এখানে থাকছে ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটিসহ নানা বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ।

বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ

মাইক্রোসফটের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এই কোর্সগুলো তৈরি ও পরিচালনা করেন। ফলে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। যাঁরা প্রযুক্তির জগতে নতুন, তাঁরা বিগিনার লেভেলের কোর্স দিয়ে শুরু করতে পারবেন। আর যাঁরা অভিজ্ঞ, তাঁদের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের নতুন অ্যাপ্লিকেশন, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান ডিজাইন করার দক্ষতা অর্জন করতে পারবেন।

কোর্স কাঠামো ও সার্টিফিকেট

মাইক্রোসফটের এই অনলাইন কোর্সগুলো ফ্রি অডিট ট্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। তবে যাঁরা শিখে একটি অফিশিয়াল ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাঁরা নামমাত্র ফি দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন, যা চাকরি বা ক্যারিয়ারে বাড়তি গুরুত্ব দেবে।

এটি একটি MOOC (Massive Open Online Course) উদ্যোগ, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫-এর মতো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

মাইক্রোসফটের কোর্স এখন করা যায় ঘরে বসেই

সম্পর্কিত নিবন্ধ

  • দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবে চোখের নতুন ড্রপ
  • মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ