লিফট ও এস্কেলেটর: নিরাপত্তা সবার আগে
Published: 27th, July 2025 GMT
জনগণের চাহিদা অনুযায়ী বাংলাদেশে পর্যাপ্ত আবাসনের জায়গা না থাকায় শহরের ভবনগুলো পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে। আবাসিক ভবনের পাশাপাশি অফিস, মার্কেট, হোটেল, হাসপাতাল—এমনকি অনেক কারখানাও এখন বহুতল ভবন হিসেবে নির্মিত হচ্ছে। চলাচল সহজ করার জন্য এসব ভবনে লিফট, এস্কেলেটর ও মুভিং ওয়াক ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী, ৬ তলা বা ২০ মিটার উচ্চতার যেকোনো ভবনে লিফট স্থাপন বাধ্যতামূলক। ভবন ১৫ মিটারের চেয়ে উঁচু হলে সেখানে অন্তত একটি ফায়ার লিফট (ন্যূনতম আটজন যাত্রী বহনক্ষম) থাকা বাধ্যতামূলক। যদিও এই বিধি বাস্তবে কতটা মানা হয়, তা প্রশ্নসাপেক্ষ। ভবন ১০ তলা বা ৩২ মিটারের বেশি উচ্চতা হলে সেখানে একটি স্ট্রেচার বহনক্ষম লিফট থাকতে হবে। হাসপাতাল ভবন যদি দোতলা বা তার বেশি হয়, সে ক্ষেত্রেও এ ধরনের লিফট আবশ্যক।
লিফট ও এস্কেলেটর একটি স্বয়ংক্রিয় যন্ত্র, যার অনেক যন্ত্রাংশ আমাদের দৃষ্টির বাইরে থাকে। যন্ত্র ব্যবহারে একদিকে যেমন সুবিধা রয়েছে, তেমনই কিছু ঝুঁকিও থেকে যায়। এই অসুবিধাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ না করতে পারলে ভোগান্তি ও বিপদের আশঙ্কা বাড়ে।
মো.হাসমতুজ্জামান প্রকৌশলী ও বিল্ডিং সার্ভিসেস বিশেষজ্ঞ
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম