চার বছর আগে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ব্যাট হাতে তাঁর পুরোনো ছন্দ এখনো অটুট। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) ২০২৫-এ দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের হয়ে ওপেন করতে নেমে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে যেন জানিয়ে দিলেন—অবসরের পরও তিনি আগের মতোই বিধ্বংসী।

২০২১ সালে নিজের শেষ আইপিএল মৌসুমে ৩১৩ রান করেছিলেন ৩১.

৩০ গড়ে, স্ট্রাইক রেট ছিল ১৪৮.৩৪। সে সময় ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স কী একটু আগেভাগেই ক্রিকেট ছাড়লেন, ভক্তরা এই প্রশ্ন করেছিলেন তখন। উত্তরে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন শেষ দুই বছর খেলেছেন ডান চোখের রেটিনার সমস্যা নিয়েই।

কিন্তু চার বছর পর দেখা যাচ্ছে  ডি ভিলিয়ার্স আগের মতোই ক্ষুরধার। ২৪ জুলাই ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচটি না খেললেও আজ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে ফিরে এলেন আরও ভয়ংকর রূপে। এবার মাত্র ৩৯ বলেই সেঞ্চুরি! শেষ পর্যন্ত খেললেন ৪৬ বলে ১২৩ রানের এক ঝলমলে ইনিংস—১৫ চার আর ৮ ছক্কায় সাজানো এক ইনিংস। ডি ভিলিয়ার্স তিন অঙ্ক ছুঁলেন স্বভাবসিদ্ধ রিভার্স সুইপে।

অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপে ছিলেন ব্রেট লি, পিটার সিডল, স্টিভ ও’কিফি, জশ হেস্টিংস, ড্যান ক্রিস্টিয়ান আর ডার্সি শর্ট।

আরও পড়ুন৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি, ডি ভিলিয়ার্সের অপর নাম বিস্ময়২৫ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস যদি অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসকে হারাতে পারে, সেমিফাইনালে উঠে যাবে তারা। আর তাতে  ডি ভিলিয়ার্সকে অন্তত একবার আরও ব্যাট করতে দেখা যাবে।

ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকানরা করে ৬ উইকেটে ২৪১ রান। এই প্রতিবেদন লেখার সময় রান তাড়ায় অস্ট্রেলীয়রা করেছে ১৪.৫ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান।

আরও পড়ুনঅধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ব্র্যাডম্যান-গাভাস্কারের রেকর্ড ছুঁলেন গিল২ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা 

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।

সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ