ট্রাস্ট ব্যাংকে চাকরি, স্নাতকোত্তরে নেবে ম্যানেজার
Published: 29th, July 2025 GMT
ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। ২৭ জুলাই শুরু হয়েছে আবেদন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ট্রাস্ট ব্যাংকের এমআইএস অ্যান্ড রিকনসিলিয়েশন টিম (ব্যাংক্যাসুরেন্স) (পিও-এসপিও) বিভাগে ম্যানেজার পদে কতজন নেবেন, তা নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা—*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*এমএস এক্সেল, এমআইএস টুলস ও ইআরপি সিস্টেমে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কেউ এ পদে চাকরি পেলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনব্র্যাকের ইয়াং প্রফেশনালে চাকরির সুযোগ, স্নাতক পাসে আবেদন১২ ঘণ্টা আগেআবেদন যেভাবে—আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৫।
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের১৫ ঘণ্টা আগেআরও পড়ুনবাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ, নেবে ১৮২ জন২৭ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।