বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা
Published: 30th, July 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বকেয়া দোকান ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ জুলাই) উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর একই ইউনিয়নের সালমদী বাজারের তালেব আলীর ছেলে।
নিহতের ছেলে রাসেল অভিযোগ করে বলেন, ‘‘সালমদী বাজারে আমাদের তিনটি দোকান রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য তোতা বাৎসরিক ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর মধ্যে, একটি দোকান বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাকি দুই দোকানের ভাড়া পরিশোধ করলেও যে দোকানটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে, সেটির ভাড়া পরিশোধ করছিলেন না তোতা মেম্বার।’’
আরো পড়ুন:
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত
তিনি বলেন, ‘‘বুধবার বকেয়া ভাড়া চাইতে তোতা মেম্বারের কাছে যান বাবা। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে তোতা মেম্বারের ছেলে খোকন, রাসেল এবং ভাতিজা সাদ্দাম, আলমসহ আরো কয়েকজন ঘটনাস্থলে এসে বাবাকে বেধড়ক পেটায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
স্থানীয়রা জানান, ওই কার্যালয়টি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত ছিল। তোতা মেম্বারও তার অনুসারী।
এদিকে, ঘটনার পর থেকে তোতা মেম্বার ও তার অনুসারীরা পলাতক আছেন। তাই, অভিযোগের বিষয়ে তোতা মেম্বারের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের মোবাইলে একাধিকবার কল কররেও তিনি রিসিভ করেননি।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘‘বকেয়া দোকান ভাড়া নিয়ে জাহাঙ্গীরকে মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ