মাগুরায় টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, ভোগান্তি
Published: 31st, July 2025 GMT
ভারী বৃষ্টি হলেই পানি জমে। খানাখন্দে উপচে পড়ে বৃষ্টির পানি। এতে বিপাকে পড়ছে মাগুরা পৌরবাসী। যেখানে শহরের গুরুত্বপূর্ণ কার্যালয়ও জলাবদ্ধতা থেকে বাদ পড়ছে না।
মাগুরায় সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে জেলা প্রশাসনের বিভিন্ন অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জেলা প্রশাসনের অফিসে সেবা নিতে আসা মানুষেরা বিপাকে পড়েছে। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুর্ভোগ পোহাচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মাগুরা শহরের জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা যায়। স্কুলের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই পানি মাড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পৌঁছাতে জুতা-মোজা ভিজে যাচ্ছে।
আরো পড়ুন:
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা
টানা বৃষ্টিতে শরীয়তপুর শহরে জনজীবন বিপর্যস্ত
মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া জানান, বৃষ্টি হলে বিদ্যালয়ের সামনে পানি জমে যায়। সেখানে ছোট ছোট ইট দিয়ে রেখেছে। সেই ইটের উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে পড়ে যায়। এতে জুতা-মোজা, স্কুল ড্রেস ভিজে যায়।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢোকার পথ বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। বিভিন্ন প্রয়োজনে যারা প্রশাসকের কার্যালয়ে আসছেন, জলাবদ্ধতায় তাদের সমস্যা হচ্ছে।
মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভা কাজ শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। দ্রুতই মাগুরা শহরের জলাবদ্ধতা কমে আসবে।
তিনি আরো বলেন, এ বছর বৃষ্টি বেশি হয়েছে। এতে শহরের ডিসি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং যে নিচু এলাকা রয়েছে, সেই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কমে আসলে জলাবদ্ধতাও কমে আসবে বলে জানান জেলা প্রশাসক।
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা