মাগুরায় টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, ভোগান্তি
Published: 31st, July 2025 GMT
ভারী বৃষ্টি হলেই পানি জমে। খানাখন্দে উপচে পড়ে বৃষ্টির পানি। এতে বিপাকে পড়ছে মাগুরা পৌরবাসী। যেখানে শহরের গুরুত্বপূর্ণ কার্যালয়ও জলাবদ্ধতা থেকে বাদ পড়ছে না।
মাগুরায় সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে জেলা প্রশাসনের বিভিন্ন অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জেলা প্রশাসনের অফিসে সেবা নিতে আসা মানুষেরা বিপাকে পড়েছে। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুর্ভোগ পোহাচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মাগুরা শহরের জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা যায়। স্কুলের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই পানি মাড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পৌঁছাতে জুতা-মোজা ভিজে যাচ্ছে।
আরো পড়ুন:
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা
টানা বৃষ্টিতে শরীয়তপুর শহরে জনজীবন বিপর্যস্ত
মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া জানান, বৃষ্টি হলে বিদ্যালয়ের সামনে পানি জমে যায়। সেখানে ছোট ছোট ইট দিয়ে রেখেছে। সেই ইটের উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে পড়ে যায়। এতে জুতা-মোজা, স্কুল ড্রেস ভিজে যায়।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢোকার পথ বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। বিভিন্ন প্রয়োজনে যারা প্রশাসকের কার্যালয়ে আসছেন, জলাবদ্ধতায় তাদের সমস্যা হচ্ছে।
মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভা কাজ শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। দ্রুতই মাগুরা শহরের জলাবদ্ধতা কমে আসবে।
তিনি আরো বলেন, এ বছর বৃষ্টি বেশি হয়েছে। এতে শহরের ডিসি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং যে নিচু এলাকা রয়েছে, সেই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কমে আসলে জলাবদ্ধতাও কমে আসবে বলে জানান জেলা প্রশাসক।
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড