চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে গ্রেপ্তার হয়েছেন নাশকতা মামলার আসামি কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোণার খালিয়াজুরী শাখার সভাপতি অজিত বরণ সরকার। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে কানসাট বাজারের একটি মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া। 

গ্রেপ্তার অজিত বরণ সরকার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আরো পড়ুন:

নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে আটক ৫৭

চিকিৎসককে মারধর, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০ 

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম কানসাটে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা অজিত বরণ সরকারকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বিএনপির অফিস ভাঙচুর এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহারের অভিযোগে অজিত বরণ সরকারসহ ১৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়। মামলাটি করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.

মজলুম মিয়া। মামলার পর থেকে গত সাতদিন শিবগঞ্জের কানসাটে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন অজিত বরণ সরকার। 

ঢাকা/মেহেদী/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ বগঞ জ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ