কানসাটে গ্রেপ্তার নেত্রকোণার আ. লীগ নেতা
Published: 1st, August 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে গ্রেপ্তার হয়েছেন নাশকতা মামলার আসামি কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোণার খালিয়াজুরী শাখার সভাপতি অজিত বরণ সরকার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে কানসাট বাজারের একটি মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।
গ্রেপ্তার অজিত বরণ সরকার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
আরো পড়ুন:
নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে আটক ৫৭
চিকিৎসককে মারধর, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম কানসাটে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা অজিত বরণ সরকারকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বিএনপির অফিস ভাঙচুর এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহারের অভিযোগে অজিত বরণ সরকারসহ ১৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়। মামলাটি করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.
ঢাকা/মেহেদী/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ