সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও পোস্ট
Published: 1st, August 2025 GMT
সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সানজিল মীর নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় মদন থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর ভাই।
সানজিল মীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাবুল মীরের ছেলে। ভুক্তভোগী নারী একই উপজেলার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সানজিল ওই নারীর বাসার পাশের একটি বাড়িতে থাকতেন। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে প্রায়ই সানজিল তাকে প্রেমের প্রস্তাব দিতেন।
আরো পড়ুন:
প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
‘একজন ছেলে মানুষ আমাদের পরিবারের বৌ হয়েছিল’
এর মধ্য, একদিন গোপনে ওই নারীর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করেন সানজিল। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। চলতি বছরের এপ্রিল মাসে তারা আদালতে বিয়ে করেন।
বিয়ের পরে আরো একাধিক আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করেন সানজিল। পরে যৌতুকের জন্য চাপ দিয়ে সেই আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী বাবার বাড়িতে চলে আসেন। গত ২১ জুলাই সানজিলকে আদালতের মাধ্যমে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট শুরু করেন সানজিল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সানজিল বলেন, ‘‘আমাকে ডিভোর্স দিয়েছে। ওর (সাবেক স্ত্রীর) যাতে অন্য কোথায় বিয়ে না হয়, সে জন্য ফেসবুকে ভিডিও ছেড়েছি।’’
ভুক্তভোগী নারী বলেন, ‘‘সানজিলের বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ রয়েছে। সে কৌশলে নারীদের গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বের হয়ে আসবে।’’
এ বিষয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু বলেন, ‘‘ভিকটিমের বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/কামাল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’
খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নদী ভাঙনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দেলুপি’ সিনেমা। আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে এটি। এদিন নগরীর খালিশপুরের লিবার্টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। ১৪ নভেম্বর থেকে ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম।
এর আগে ৫ নভেম্বর, সিনেমাটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে বেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে সিনেমাটির দৃশ্যধারনের কাজ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
তার প্রথম সিনেমা ‘দেলুপি’। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে এর শুটিং হওয়ায় এবং এর অভিনেতা ও অভিনেত্রীরা খুলনা অঞ্চলের হওয়ায় আগামী ৭ নভেম্বর সিনেমাটি খুলনায় মুক্তি পাবে। ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। সিনেমার ট্রেইলার, টিজার, গানও প্রচারিত হচ্ছে। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রামের গল্প বলেছেন বলে জানান পরিচালক মোহাম্মদ তাওকীর।
খুলনায় নানাভাবে সিনেমাটির প্রচারের পরিকল্পনা করেছেন পরিচালক মোহাম্মদ তাওকীর। তার ভাষায়, “আরো বেশ কিছুদিন খুলনায় সিনেমাটির প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—সারা শহরে চিকা মারা, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ নভেম্বর প্রিমিয়ার, লিবার্টি সিনেমা হল সাজিয়ে দর্শকদের জন্য প্রস্তুত করা, ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রচার ছাড়াও নানা ধরণের কর্মসূচি। একই সঙ্গে খুলনার ৪টি উপজেলায় স্পেশাল শোয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৮ ও ৯ নভেম্বর বটিয়াঘাটা উপজেলা এবং ১০ নভেম্বর দাকোপ উপজেলা, ১১ নভেম্ব পাইকগাছা উপজেলা ও ১২ নভেম্বর ডুমুরিয়া উপজেলা সদরে প্রদর্শিত হবে।”
‘দেলুপি’ সিনেমার অভিনয়শিল্পীরা খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমাটিতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ অনেকে।
ঢাকা/নুরুজ্জামান/শান্ত