সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সানজিল মীর নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় মদন থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর ভাই।

সানজিল মীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাবুল মীরের ছেলে। ভুক্তভোগী নারী একই উপজেলার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সানজিল ওই নারীর বাসার পাশের একটি বাড়িতে থাকতেন। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে প্রায়ই সানজিল তাকে প্রেমের প্রস্তাব দিতেন।

আরো পড়ুন:

প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে

‘একজন ছেলে মানুষ আমাদের পরিবারের বৌ হয়েছিল’

এর মধ্য, একদিন গোপনে ওই নারীর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করেন সানজিল। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। চলতি বছরের এপ্রিল মাসে তারা আদালতে বিয়ে করেন।

বিয়ের পরে আরো একাধিক আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করেন সানজিল। পরে যৌতুকের জন্য চাপ দিয়ে সেই আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী বাবার বাড়িতে চলে আসেন। গত ২১ জুলাই সানজিলকে আদালতের মাধ্যমে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট শুরু করেন সানজিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সানজিল বলেন, ‘‘আমাকে ডিভোর্স দিয়েছে। ওর (সাবেক স্ত্রীর) যাতে অন্য কোথায় বিয়ে না হয়, সে জন্য ফেসবুকে ভিডিও ছেড়েছি।’’

ভুক্তভোগী নারী বলেন, ‘‘সানজিলের বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ রয়েছে। সে কৌশলে নারীদের গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বের হয়ে আসবে।’’

এ বিষয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু বলেন, ‘‘ভিকটিমের বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কামাল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ সব ক

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।

তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।

আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ