যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪, সন্দেহভাজন পলাতক
Published: 2nd, August 2025 GMT
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে গুলিবর্ষণে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডা শহরের আউল বারে এ ঘটনা ঘটে।
শনিবার (২ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ) জানিয়েছে, তারা অ্যানাকোন্ডার একটি ব্যবস্থা প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাঠে নেমেছে।
আরো পড়ুন:
৩০ বছরের হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো জীবিত শিশু
রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
অ্যানাকোন্ডা এক সময় তামা গলনের প্রধান কেন্দ্র ছিল। দক্ষিণপশ্চিম মন্টানার এ শহরের জনসংখ্যা প্রায় ১০ হাজার, এটি মন্টানার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বোজম্যানের ১৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
সন্দেহভাজনের নাম মাইকেল পল ব্রাউন বলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বলেছে অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি আইনপ্রয়োগকারী কেন্দ্র। এছাড়াও সন্দেহভাজন এ ব্যক্তি সশস্ত্র ও বিপজ্জনক বলে ধারণা করা হচ্ছে।
আইনপ্রয়োগকারী কেন্দ্র বলেছে, “যদি তাকে দেখতে পান তাহলে তার কাছে যাবেন না। ৯১১ নম্বরে যোগাযোগ করুন।”
এছাড়া কর্মকর্তারা অ্যানাকোন্ডার বাসিন্দাদেরকে বাসায় অবস্থান করতে ও দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
অ্যানাকোন্ডোর কাছাকাছি গ্রেনাইট কাউন্টির শেরিফের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছে, বন্দুকধারী টাই ডাই শার্ট, নীল জিন্স ও একটি কমলা ব্যান্ডানা পরেছে বলে জানানো হয়েছে।
শেরিফের অফিস আরো জানিয়েছে, বন্দুকধারীর বাড়িতে সোয়াদ দল অভিযান চালিয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইও তদন্তে সহায়তা করছে।
মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট বলেছেন, তিনি বন্দুক হামলার প্রতিক্রিয়ায় নজর রাখছেন।
মন্টানার সেনেটর স্টিভ ডেইনস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পুলিশি ড্রোনের সাহায্যে ‘চিরুনি অভিযান’ চলছে।
জানা যায়, ১৮৯৩ সালে অ্যানাকোন্ডার তামাশ্রমিকদের কাছে মদ বেচতে আউল বার প্রতিষ্ঠিত হয়েছিল। এটি অ্যানাকোন্ডার গুজটাউন এলাকায় অবস্থিত।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র মন ট ন র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪, সন্দেহভাজন পলাতক
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে গুলিবর্ষণে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডা শহরের আউল বারে এ ঘটনা ঘটে।
শনিবার (২ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ) জানিয়েছে, তারা অ্যানাকোন্ডার একটি ব্যবস্থা প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাঠে নেমেছে।
আরো পড়ুন:
৩০ বছরের হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো জীবিত শিশু
রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
অ্যানাকোন্ডা এক সময় তামা গলনের প্রধান কেন্দ্র ছিল। দক্ষিণপশ্চিম মন্টানার এ শহরের জনসংখ্যা প্রায় ১০ হাজার, এটি মন্টানার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বোজম্যানের ১৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
সন্দেহভাজনের নাম মাইকেল পল ব্রাউন বলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বলেছে অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি আইনপ্রয়োগকারী কেন্দ্র। এছাড়াও সন্দেহভাজন এ ব্যক্তি সশস্ত্র ও বিপজ্জনক বলে ধারণা করা হচ্ছে।
আইনপ্রয়োগকারী কেন্দ্র বলেছে, “যদি তাকে দেখতে পান তাহলে তার কাছে যাবেন না। ৯১১ নম্বরে যোগাযোগ করুন।”
এছাড়া কর্মকর্তারা অ্যানাকোন্ডার বাসিন্দাদেরকে বাসায় অবস্থান করতে ও দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
অ্যানাকোন্ডোর কাছাকাছি গ্রেনাইট কাউন্টির শেরিফের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছে, বন্দুকধারী টাই ডাই শার্ট, নীল জিন্স ও একটি কমলা ব্যান্ডানা পরেছে বলে জানানো হয়েছে।
শেরিফের অফিস আরো জানিয়েছে, বন্দুকধারীর বাড়িতে সোয়াদ দল অভিযান চালিয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইও তদন্তে সহায়তা করছে।
মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট বলেছেন, তিনি বন্দুক হামলার প্রতিক্রিয়ায় নজর রাখছেন।
মন্টানার সেনেটর স্টিভ ডেইনস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পুলিশি ড্রোনের সাহায্যে ‘চিরুনি অভিযান’ চলছে।
জানা যায়, ১৮৯৩ সালে অ্যানাকোন্ডার তামাশ্রমিকদের কাছে মদ বেচতে আউল বার প্রতিষ্ঠিত হয়েছিল। এটি অ্যানাকোন্ডার গুজটাউন এলাকায় অবস্থিত।
ঢাকা/ফিরোজ