তেলাপোকাভরা ঘরে থাকা সেই মেয়েটি এখন কোরিয়ার সবচেয়ে ধনী গায়িকা
Published: 4th, August 2025 GMT
প্রথমে বিদ্রূপ, এরপর প্রত্যাখ্যান, তারপর প্রতারণা—সবই সইতে হয়েছে তাঁকে। কিন্তু মাটি আঁকড়ে পড়ে থেকে লড়াই করেই গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। কোরিয়ার এই গায়িকার গল্পটা রূপকথার চেয়ে কম কিছু নয়।
কে-পপ দুনিয়ায় চমকে দেওয়ার মতো সাফল্যের গল্পের অভাব নেই। কিন্তু আইইউর কাহিনি একটু আলাদা। যখন অনেকেই আন্তর্জাতিক খ্যাতির পেছনে ছুটেছেন, তখন তিনি থেকে গেছেন নিজের দেশে, নিজস্ব সংস্কৃতিতে। আর কোরিয়া তাঁকে ভালোবেসেছে হৃদয় দিয়ে। এখন ২০২৫ সালেও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী গায়িকা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি—সবার প্রিয় ‘নেশনস লিটল সিস্টার’ হিসেবে পরিচিত লি জি ইউন। যাঁকে সবাই চেনে আইইউ নামে।
মাত্র ১৫ বছর বয়সে অভিষেক, কিন্তু তার পেছনে রয়েছে অনাহার, প্রত্যাখ্যান, প্রতারণা আর অসমাপ্ত বন্ধুত্বের দীর্ঘ গল্প। তবু কখনো নিজের লড়াই থামাননি।
কত আয় আইইউর
সেলেব্রিটি নেট ওয়ার্থ অনুযায়ী, ২০২৫ সালে আইইউর আনুমানিক সম্পদ ৪০ থেকে ৪৫ মিলিয়ন ডলারের মধ্যে। অর্থাৎ তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনী কে-পপ তারকা। সাফল্যের শুরুটা গান দিয়েই—চকচকে আন্তর্জাতিক প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিলেন অনায়াসেই।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পদের লিখিত পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩১ জুলাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫ব্যবহারিক পরীক্ষার তারিখ ও স্থান—
আগামী ৬ আগস্ট ২০২৫, ৭ আগস্ট ২০২৫ এবং ১০ আগস্ট ২০২৫ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থান: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
সব প্রার্থীকে নির্ধারিত তারিখ ও সময়ে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র এবং কালো বলপয়েন্ট পেনসহ উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনপল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, পদ ৫৩০২ আগস্ট ২০২৫