সন্ত্রাসমুক্ত ঐক্যবদ্ধ বার প্রতিষ্ঠা করতে চাই : আনোয়ার প্রধান
Published: 26th, August 2025 GMT
একটা সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সন্ত্রাসীরা দখল করে নিয়েছিলো। আইনজীবীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলো।
গডফাদার শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী নিয়ে জুয়েল-মোহসিন নারায়ণগঞ্জ বারে দীর্ঘ ৭ বছর কোনো সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আমরা সে সময়ে আইনজীবীদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিলাম।
এখন সময় এসেছে আইনজীবীদের অধিকারের প্রতিষ্ঠার সেই দাবিগুলো বাস্তবায়ন করার। দলমত নির্বিশেষে সকল আইনজীবীকে নিয়ে ঐক্যবদ্ধ সন্ত্রাসমুক্ত বার গঠন করার লক্ষ্যে আমি আসন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি।
আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধান গণমাধ্যমে দেয়া এক সাত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আনোয়ার প্রধান বলেন, ইনশাআল্লাহ আমরা জয় লাভ করবো। বিগত দিনে আমরা সবাই অন্যায়ের বিপক্ষে অবস্নিথান নিয়েছিলাম এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করেছি।
আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনী বিদায় নিয়েছে। আগামী দিনে আর যাতে কেউ অবৈধভাবে আইনজীবীদের অধিকার হরণ করতে না পারে, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের আইনজীবীরা সবাই আমার সাথে একমত। আর তাই ২৮ আগস্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তারা নীল প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ বারে আমরা সবাই একটি পরিবার হয়ে কাজ করবো। একজনের বিপদের সবাই একসাথে ঝাঁপিয়ে পরবো। সবাইকে নিয়ে আইনজীবীদের পেশাগত মান উন্নয়নে কাজ করবো।
পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বার গঠন করবো। যেখানে কোন পেশী শক্তি থাকবে না সকল আইনজীবী সমান অধিকার পাবে। সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি।
প্রসঙ্গত, আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এই নির্বাচনে বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
প্যানেলের বাকিরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আইনজ ব দ র সন ত র স
এছাড়াও পড়ুন:
তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) রয়েল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তাদের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। তরুণদের দায়িত্ব শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসের সঙ্গে এগিয়ে আসা।
সভাপতির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ। ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।”
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সমাজ উন্নয়ন ও জাতি গঠনের কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও তরুণদের মুক্ত মতবিনিময়। এতে আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেয় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই অনন্য আয়োজন।