আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হবে।

সিটি করপোরেশন গঠনের পর এটি হবে ১৪তম বাজেট। নগর ভবন মিলনায়তনে  বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান এ বাজেট ঘোষণা করবেন।

জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে। প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে নাসিক কর্তৃপক্ষ একাধিক বৈঠক করে। এরই ধারাবাহিকতায় বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়ের খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৫৪ লাখ টাকা। পানি সরবারহ আয় ২৮ কোটি ৬০ লাখ টাকা। সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা (থোক) বাবদ ৩৬ কোটি ২৫ লাখ টাকা। বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ১৭০ কোটি টাকা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্প সহায়তা (ডিপিপি) বাবদ ১২০ কোটি টাকা। রাজস্ব খাত থেকে আগত উন্নয়ন আয় ৫৪ কোটি ৯০ লাখ টাকা। সবমিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৬২৪ কোটি ৩০ লাখ টাকা।
অপরদিকে ব্যায়ের খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ টাকা।

রাজস্ব সাধারণ ব্যয় ১৯৫ কোটি ৩৬ লাখ টাকা। পানি সরবারহ বাবদ ব্যয় ২৭ কোটি টাকা। রাজস্ব উন্নয়ন বাবাদ ব্যয় ৮২ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচী ৫৬ কোটি ৭৫ হাজার টাকা। 

বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ডিপিপি) বাবদ ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প সহায়তা ১৭০ কোটি টাকা। নাসিক এর নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, পরিবেশ সংরক্ষরণ ও গণপরিসর উন্নয়ন খাতে ব্যায় বরাদ্দ রাখা হয়েছে ৮২ কোটি টাকা।

এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।

নাসিকের সচিব নূর কুতুবুল আলম জানান, সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সিটি করপোরেশনের রাজস্ব আহরণে বড় ধাক্কা লেগেছে। এজন্য এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে।

তিনি বলেন, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে প্রয়োজনীয় খাতগুলোতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে বাজেটের আকার কিছুটা সীমিত রাখা হয়েছে।

নাসিক প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান বলেন, এই বাজেট হবে উন্নয়নমুখী ও নাগরিকবান্ধব। রাজস্ব আদায় বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে সেবা দিতে অবকাঠামো, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর দেওয়া হবে।

উল্লেখ্য, জুলাই মাসের অভ্যুত্থানের পর সরকার দেশের সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানা এবং সোনারগাঁ পৌরসভা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সোনারগাঁ থানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দকে চিঠি দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন স্বাক্ষরিত চিঠি সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও পৌরসভা বিএনপি সভাপতি শাজাহান এবং সাধারণ সম্পাদক মোতালেব মেম্বারের কাছে পৌঁছে দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, "নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকা পুনর্গঠন করার কারণে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁ পৌর বিএনপির উপর নতুনের দায়িত্ব পালনের ক্ষেত্রে তৈরি হয়েছে।

তাই আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সিদ্ধান্ত নিয়েছি সোনারগাঁ থানা এবং সোনারগাঁও বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার যাতে আগামী নির্বাচনে আমাদের বিএনপির দলীয় মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে পারি। 

আপনাদের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রস্তাব করছি। আমাদের এই প্রস্তাবটি আপনাদের থানা পৌর কমিটির সভায় উপস্থাপন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।"

উল্লেখ থাকে যে, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের ফলে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসন। এই দুই থানার ভোটারদের ভোটে নির্বাচিত হবেন এই আসনের জনপ্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড সারা দেশের সকল সংসদীয় আসনের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ-৩ আসনের নির্ধারিত দুই থানার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে বেশি জরুরী বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই বলে মনে করেন সকলে। বিশেষ করে দলীয় মনোনয়ন প্রশ্নে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বিভেদ বিভক্তির সৃষ্টি হয়েছে তা দূর করে দলীয় প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে না পারলে আসন্ন নির্বাচনে এর করা মাশুল গুনতে হবে বলে আশংকা রাজনীতি সংশ্লিষ্টদের।

এরই আলোকে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্ধারিত সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রতীকের পক্ষে অবস্থান নেওয়া জন্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

সেই সাথে সিদ্ধিরগঞ্জ থানার এই আহবানে সাড়া দিয়ে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা সকল বিভেদ বিভক্তি ভুলে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশাবাদ তাদের।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার কোটি টাকা
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • সেন্ট যোসেফের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি, নিয়ম প্রকাশ
  • জাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা
  • বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন