বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। ৩ কোটি রুপি লাভে ফ্ল্যাটটি বিক্রি করেছেন বলে খবর প্রকাশ করেছে লাইভ মিন্ট।  

ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের বরাত দিয়ে লাইভ মিন্ট জানিয়েছে, সোনু সুদের বিলাসবহুল ফ্ল্যাটটি মুম্বাইয়ের লোখান্ডওয়ালা মিনার্ভাতে অবস্থিত। ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু সুদ। চলতি মাসে রেজিস্ট্রি হয়েছে। 

২০১২ সালে ফ্ল্যাটটি ৫ কোটি ১৬ লাখ রুপিতে কিনেছিলেন সোনু সুদ। ২৩ বছর পর এ ফ্ল্যাট বেচে ২ কোটি ৯৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ করেছেন এই অভিনেতা। 

সোনু সুদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন এবং ব্যবসা থেকে এই অর্থ আয় করেছেন তিনি। প্রতি সিনেমার জন্য ২–৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৭.

৫ মিলিয়ন, যা তার ব্র্যান্ড চুক্তিগুলোকে আরো লাভজনক করে তোলে। তাছাড়াও সোনু সুদের প্রোডাকশন হাউজ রয়েছে; সেখান থেকেও তার আয় হয়। তারপরও সোনু সুদ কেন ফ্ল্যাট বিক্রি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও এ বিষয়ে কিছু জানা যায়নি।  

গত কয়েক বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় রয়েছেন সোনু সুদ। বিশেষ করে করোনা সংকটের সময়ে অর্থনৈতিক সহযোগিতা করে দারুণ প্রশংসা কুড়ান। কিছু দিন আগে মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাড় উপহার দিয়েছেন এই অভিনেতা।   

সোনু সুদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মধ গজ রাজা’। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় এটি। তাছাড়া চলতি বছরে হিন্দি ভাষার ‘ফতেহ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেন। বর্তমানে অভিনয়ে খুব একটা সরব নন সোনু সুদ। এই মুহূর্তে তার হাতে কোনো সিনেমার কাজ নেই।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ