জাকসু: ২২৪ বুথে ভোটগ্রহণ, নিরাপত্তায় থাকবে ১২০০ পুলিশ
Published: 9th, September 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ২১ হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তায় ১ হাজার ২০০ পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ও সদস্য সচিব একেএম রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানান।
আরো পড়ুন:
জাকসু: স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা ছাত্রদল নেত্রীর, পরে প্রত্যাহার
জাকসু নির্বাচনের ২ দিন আগে ডোপ টেস্ট নিয়ে যা বলছেন প্রার্থীরা
সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি ফটকে এবং ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে নির্বাচনের দিন (১১ সেপ্টেম্বর) পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে।
ভোটকেন্দ্র ও হলে দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। পাশাপাশি দুইজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে আবারো ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীর কাছে চিঠি পাঠিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের পরামর্শে কাজ করবে। তবে এ বিষয়ে সেনাবাহিনী থেকে জাবি প্রশাসনকে এখনো সিদ্ধান্ত জানায়নি।
আরো জানানো হয়, জাকসু নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১০টি ছাত্রী ও ১১টি ছাত্রসহ মোট ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ পোলিং অফিসার ও ৬৭ সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন ভোটাররা। ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।
কমিশনের তত্ত্বাবধানে সিনেট হলে বসানো বড় স্ক্রিনে সব কয়টি হলের ভোট পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি প্রতি ঘণ্টায় ভোটের ফলাফল জানানোর জন্য ক্যাম্পাসের কয়েকটি পয়েন্টে মনিটর স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।
ওএমআর ব্যালটে টিকচিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে একটি ভিডিও নির্দেশনা প্রকাশ করা হবে।
জাকসু নির্বাচনে বিভিন্ন পদে ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। এর মধ্যে নয়জন সহ-সভাপতি (ভিপি) ও নয়জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী রয়েছেন। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২৯ আগস্ট থেকে শুরু হওয়া ভোটের প্রচার মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর গ রহণ ন করব করব ন
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক