রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
Published: 13th, January 2025 GMT
রূপগঞ্জে উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নে সরকারি মুড়াপাড়া কলেজের ঐতিহ্যবাহী মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে সরকারি মুড়াপাড়া কলেজের ঐতিহ্যবাহী মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর শুভ উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ।
সরকারি মুড়াপাড়া কলেজ ঐতিহ্যবাহী মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন সভাপতিত্ত্বে ও আমানউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সরকারি মুড়াপাড়া কলেজ ক্রিয়া শিক্ষক সামছুল হক, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য একে বাবু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি প্রমূখ।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।