আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা। বিগত বিসিএস পরীক্ষাগুলোর মধ্যে এবারই প্রার্থীরা লিখিত প্রস্তুতির জন্য সবচেয়ে কম সময় পেতে যাচ্ছেন। স্বল্প সময়ে লিখিত প্রস্তুতি গুছিয়ে নেওয়ার কৌশলগুলো জানাচ্ছেন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত নাঈম আকবর প্রসূন।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী নভেম্বর মাসেই ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তিন ধাপের বিসিএস পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ; কারণ এখানে সিলেবাস ব্যাপক এবং নম্বর বেশি। তবে এবারের পরিস্থিতি আলাদা; প্রার্থীদের হাতে প্রস্তুতির সময় আগের তুলনায় কম। তাই সময় ব্যবস্থাপনা ও কৌশল জরুরি; শুধু পরিশ্রম নয়, নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে।

ইংরেজি (২০০ নম্বর): প্রতিদিন লিখতে হবে

ইংরেজি: অনেক প্রার্থীই এটাকে সবচেয়ে কঠিন মনে করেন। এই বিষয়টি মোট ২০০ নম্বরে দুই ভাগে বিভক্ত। প্রথম অংশে (কম্প্রিহেনশন, ব্যাকরণ, সারাংশ, লেটার টু এডিটর) মোট ১০০ নম্বর। এখানে তুলনামূলক বেশি নম্বর তুলতে পারেন, যদি নিয়মিত অনুশীলন করেন। দ্বিতীয় অংশে (বাংলা-ইংলিশ অনুবাদ ২৫, ইংলিশ-বাংলা অনুবাদ ২৫, ইংরেজি রচনা ৫০)। ফ্রিহ্যান্ড রাইটিং নিয়মিত চর্চা করতে হবে।

কীভাবে পড়বেন—

• প্রতিদিন ইংরেজি জাতীয় পত্রিকার সম্পাদকীয় মনোযোগ দিয়ে পড়ুন। এতে ভোকাবুলারি ও ভাব প্রকাশের শক্তি দুটোই বাড়ে।

• দৈনিক কমপক্ষে এক ঘণ্টা লিখুন। যেমন কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে ১৫০-২৫০ শব্দের প্যারাগ্রাফ লিখে দেখুন; পর্যালোচনা করে ভুলগুলো ঠিক করুন।

• ব্যাকরণ: প্রতিদিন একটি করে টপিক (উদাহরণ: ভোকাবুলারি—অংশিকুলার শব্দ, টেন্স, কনজাংকশন, প্রিপোজিশন, কম্পোজিট সিরিয়াল) ঝালিয়ে নিন— ব্যাকরণিক নির্ভুলতা বাড়বে।

• প্রথম অংশ: ২ ঘণ্টা বরাদ্দ রাখুন। পুরো প্যাসেজটা প্রথমে মনোযোগ দিয়ে পড়বেন; এরপর ব্যাকরণ ও প্রশ্নোত্তর প্রথমে ১ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে উত্তর দিন—শেষ ৪০ মিনিটে সামারি ও লেটার লিখুন। এতে রিডিং ও রিপ্লাইয়ের গতি ঠিক থাকে।

• দ্বিতীয় অংশ: এখানেও ২ ঘণ্টা বরাদ্দ রাখুন; রচনার জন্য সর্বশেষ ১ ঘণ্টা রাখুন। অনুবাদের জন্য প্যাসেজ সম্পূর্ণভাবে পড়ে নিন, ভাব বুঝে অনুবাদ করুন। আক্ষরিক অনুবাদ নয়; ভাবানুবাদ অনুশীলন করুন।

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল খ ত পর ক ষ প রস ত ত ব য করণ অন ব দ র জন য প রথম

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: সময় কম, প্রস্তুতি হবে কীভাবে

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা। বিগত বিসিএস পরীক্ষাগুলোর মধ্যে এবারই প্রার্থীরা লিখিত প্রস্তুতির জন্য সবচেয়ে কম সময় পেতে যাচ্ছেন। স্বল্প সময়ে লিখিত প্রস্তুতি গুছিয়ে নেওয়ার কৌশলগুলো জানাচ্ছেন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত নাঈম আকবর প্রসূন।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী নভেম্বর মাসেই ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তিন ধাপের বিসিএস পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ; কারণ এখানে সিলেবাস ব্যাপক এবং নম্বর বেশি। তবে এবারের পরিস্থিতি আলাদা; প্রার্থীদের হাতে প্রস্তুতির সময় আগের তুলনায় কম। তাই সময় ব্যবস্থাপনা ও কৌশল জরুরি; শুধু পরিশ্রম নয়, নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে।

ইংরেজি (২০০ নম্বর): প্রতিদিন লিখতে হবে

ইংরেজি: অনেক প্রার্থীই এটাকে সবচেয়ে কঠিন মনে করেন। এই বিষয়টি মোট ২০০ নম্বরে দুই ভাগে বিভক্ত। প্রথম অংশে (কম্প্রিহেনশন, ব্যাকরণ, সারাংশ, লেটার টু এডিটর) মোট ১০০ নম্বর। এখানে তুলনামূলক বেশি নম্বর তুলতে পারেন, যদি নিয়মিত অনুশীলন করেন। দ্বিতীয় অংশে (বাংলা-ইংলিশ অনুবাদ ২৫, ইংলিশ-বাংলা অনুবাদ ২৫, ইংরেজি রচনা ৫০)। ফ্রিহ্যান্ড রাইটিং নিয়মিত চর্চা করতে হবে।

কীভাবে পড়বেন—

• প্রতিদিন ইংরেজি জাতীয় পত্রিকার সম্পাদকীয় মনোযোগ দিয়ে পড়ুন। এতে ভোকাবুলারি ও ভাব প্রকাশের শক্তি দুটোই বাড়ে।

• দৈনিক কমপক্ষে এক ঘণ্টা লিখুন। যেমন কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে ১৫০-২৫০ শব্দের প্যারাগ্রাফ লিখে দেখুন; পর্যালোচনা করে ভুলগুলো ঠিক করুন।

• ব্যাকরণ: প্রতিদিন একটি করে টপিক (উদাহরণ: ভোকাবুলারি—অংশিকুলার শব্দ, টেন্স, কনজাংকশন, প্রিপোজিশন, কম্পোজিট সিরিয়াল) ঝালিয়ে নিন— ব্যাকরণিক নির্ভুলতা বাড়বে।

• প্রথম অংশ: ২ ঘণ্টা বরাদ্দ রাখুন। পুরো প্যাসেজটা প্রথমে মনোযোগ দিয়ে পড়বেন; এরপর ব্যাকরণ ও প্রশ্নোত্তর প্রথমে ১ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে উত্তর দিন—শেষ ৪০ মিনিটে সামারি ও লেটার লিখুন। এতে রিডিং ও রিপ্লাইয়ের গতি ঠিক থাকে।

• দ্বিতীয় অংশ: এখানেও ২ ঘণ্টা বরাদ্দ রাখুন; রচনার জন্য সর্বশেষ ১ ঘণ্টা রাখুন। অনুবাদের জন্য প্যাসেজ সম্পূর্ণভাবে পড়ে নিন, ভাব বুঝে অনুবাদ করুন। আক্ষরিক অনুবাদ নয়; ভাবানুবাদ অনুশীলন করুন।

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের

সম্পর্কিত নিবন্ধ