ফতুল্লায় শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
Published: 13th, January 2025 GMT
ফতুল্লা ইউনিয়ন পরিষদর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নারায়ণগঞ্জের ফতুল্লায় শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাঈদ, ফতুল্লা ইউপির ১নং ওয়ার্ড সদস্য হাসমত আলী, ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন, ৩নং ওয়ার্ড সদস্য জাকির প্রধান, ৪নং ওয়ার্ড সদস্য কাজি মাঈনুদ্দিন ও ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য ফেরদৌসী অনাসহ ইউপির অন্যান্য কর্মচারিগণ।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা ছাড় দেবে, সে বিষয়টিও আলোচনায় থাকবে। এ ছাড়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংক্রান্ত সৃষ্ট রাজনৈতিক সংকট ও গণভোটের বিষয়ে আলোচনা করবেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকেরা।
বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।