বন্দরে অন্যের জমি জবর দখলের জন্য পুকুরের বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে ।

গত রোববার (১২ জানুয়ারি)  বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। মৎস্য খামারি অভিযোগ বন্দরের মিনারবাড়ি লম্বাদরদী এলাকায় স্থানীয় সেলিম মিয়া সহ কয়েক জনের ক্রয়কৃত জমি ও পুকুর স্থানীয় শাহরিয়া, আশরাফুল,আওলাদ, আফজাল ও সালে আহাম্মদ গং জমিতে থাকা সাইনবোর্ড গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যায়।

এ জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও স্থানীয় ভ’মিদস্যুরা জমি ও পুকুর দখলের জন্য সাইনবোড় কেটে নেয়া ও পুকুর বিষ ঢেলে মাছ নিধণ করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগ রয়েছে। এ ব্যপারে সেলিম মিয়া জানান, ভ’মিদস্যু চক্র ৫০/৬০ জনের একটি দল চর দখরের মত পুকুর পাড়ের সাইনবোর্ডটি পিলারসহ গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। 
 

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ