র্যাগিংয়ের অভিযোগে ২৭ ছাত্র হল থেকে বহিষ্কার
Published: 14th, January 2025 GMT
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার হলে শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। একটি হলে গেস্টরুমের নামে শিক্ষার্থীদের সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে রাখা হয়। এ ঘটনায় ২৭ শিক্ষার্থীকে রোববার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে বহিষ্কার করা হয়েছে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা সমকালকে জানান, বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী শৃঙ্খলা পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকায় ওই শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে ওই হলের লেভেল-১, সেমিস্টার-২, লেভেল-২, সেমিস্টার-২ এবং মাস্টার্সের একজন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন যৌথভাবে গেস্টরুম করানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাড়াও ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং আশরাফুল হক হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিং করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে তাদের আদব-কায়দা শেখানো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ ছাড়া কয়েকটি হলে চলাফেরার বিভিন্ন নিয়ম-কানুনের তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘হলে কোনো ধরনের গেস্টরুম বা নির্যাতন করা যাবে না। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন