ঝিনাইদহে আ. লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
Published: 17th, January 2025 GMT
ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় ৪টি বাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ষাটবাড়িয়া এলাকায়।
স্থানীয়রা জানায়, শহরের ষাটবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত লিকু ও সুশান্ত গ্রুপের সঙ্গে বিএনপি সমর্থিত নিলয় ও অলক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৫ আগস্টের পর তা চরম আকার ধারণ করে। এরই জেরে উভয় গ্রুপের সমর্থকরা রাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় অন্তত ৫ জন।
স্থানীয় বাসিন্দা সুমিত্রা দাস বলেন, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া পাল্টা চলে। এতে বেশ কয়েকজন আহত হয়। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ ঝ ন ইদহ আওয় ম ল গ ব এনপ ঝ ন ইদহ সমর থ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।